করোনা হানা শিল্পা শেট্টির পরিবারে, কাবু করতে পারেনি অভিনেত্রীকে
শিল্পা শেট্টি শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গত ১০ দিন ধরে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁর গোটা পরিবার চলেছে। তাঁর শ্বশুর-শাশুড়ি, মা, স্বামী রাজ কুন্দ্রা, দুটো ছোট বাচ্চা শামিস এবং ভিয়ান সকলেই কোভিড পজিটিভ।
দ্বিতীয় দফায় করোনার ঢেউ সারা দেশে সব কিছু ওলট-পালট করে দিচ্ছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। দৈনিক লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা থাবা বসিয়েছে বলি-পাড়াতেও। একের পর এক বলি-তারকা আক্রান্ত হচ্ছেন করোনায়। সদ্যই করোনায় আক্রান্ত হয়েছেন দীপিকা পাডুকোন। তাঁর গোটা পরিবারও করোনার শিকার। কয়েকদিন আগে করোনা হানা দিয়েছে শিল্পা শেট্টির পরিবারে। কিন্তু ভাইরাস কাবু করতে পারেনি শিল্পাকে। তিনি কোভিড নেগেটিভ।
View this post on Instagram
শিল্পা শেট্টি শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গত ১০ দিন ধরে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাঁর গোটা পরিবার চলেছে। তাঁর শ্বশুর-শাশুড়ি, মা, স্বামী রাজ কুন্দ্রা, দুটো ছোট বাচ্চা শামিস এবং ভিয়ান সকলেই কোভিড পজিটিভ। এমনকী তাঁর বাড়ির দু’জন কর্মীও করোনায় আক্রান্ত। শুধু তাঁর রির্পোট নেগেটিিভ এসেছে। বচ্চারা একটি ঘরে বন্দী। গোটা পরিবার নিভৃতবাসে এখন কাটাচ্ছে। সমস্ত নিয়ম-বিধি এবং চিকিৎসকের পরামর্শ তাঁরা মেনে চলছেন। শিল্পা জানিয়েছেন পরিবারের সকলেই ভাল আছেন। ক্রমেই সুস্থতার পথে তাঁরা।
আরও পড়ুন:‘খতড়ো কা খিলাড়ি’তে রাহুলকে যেতে বাধা দিলেন দিশা!
নিজের পরিবার করোনায় আক্রান্ত হলেও গোটা দেশের পরিস্থিতি নিয়ে চিন্তায় শিল্পা। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটা সম্ভব করোনা-সচেতনতা ছড়িয়ে দেবার চেষ্টা করছেন। তিনি সবাইকে মানসিকভাবে পজিটিভ থাকতে বলেছেন। মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন এবং সর্বোপরি করোনা নিয়ম-বিধি মেনে চলার জন্য বার বার অনুরোধ করেছেন।