AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় প্রয়াত ‘শুটার দাদি’, সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানালেন তাপসী-ভূমি-কঙ্গনা

'শুটার দাদি' এবং তাঁর বোনের বায়োগ্রাফি নিয়ে পরিচালক তুষার হিরানানদানি বলিউডে ‘সাঁদ কি আঁখ’ বানিয়েছিলেন। দুই বোনের ডরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু এবং ভূমি পেডনেকর।

করোনায় প্রয়াত ‘শুটার দাদি’, সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানালেন তাপসী-ভূমি-কঙ্গনা
শুটার দাদি এবং 'সাঁদ কি আঁখ' ছবির একটি দৃশ্য
| Updated on: Apr 30, 2021 | 6:49 PM
Share

‘শুটার দাদি’। বিশ্বের প্রবীণতম শার্পশুটার, চন্দ্র তোমর শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ২৬ এপ্রিল মীরাটের একটি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। ওঁর পরিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন। কিন্তু শেষরক্ষা হল না। ৮৯ বছর বয়সে তিনি মারা গেলেন।

চন্দ্র তোমার তাঁর ৬০ বছর বয়সে শুট করা শিখতে শুরু করেন। অত্যন্ত দক্ষ শার্পশুটার ছিলেন তিনি। ৩০ বার জাতীয়স্তরে চ্যাম্পিয়ান হয়েছিলেন তিনি। তাঁর বোন প্রকাশী তোমরও একজন সুদক্ষ শার্পশুটার। এই দুই বোনের বায়োগ্রাফি নিয়ে পরিচালক তুষার হিরানানদানি বলিউডে ‘সাঁদ কি আঁখ’ বানিয়েছিলেন। দুই বোনের ডরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু এবং ভূমি পেডনেকর। ছবিটি প্রযোজনা করেছিলেন অনুরাগ কাশ্যপ এবং আরও কয়েকজন। ২০১৯ সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিতে কাজ করতে এসে ‘শুটার দাদি’-র সঙ্গে দারুণ আলাপ জমে যায় তাপসী এবং ভূমির। স্বাভাবিকভাবে ‘শুটার দাদি’-র প্রয়াণে শোকাহত এই দুই অভিনেত্রী।

তাপসী এবং ভূমি দু’জনেই ‘শুটার দাদি’-র প্রয়োণে শোকবার্তা জানিয়েছেন। ‘শুটার দাদি’-র সঙ্গে একটা ছবি পোস্ট করে তাপসী লিখেছেন, “তুমি আমার সর্বক্ষণের প্রেরণা হয়ে থাকবে…যে সমস্ত মেয়েদের তুমি বাঁচতে শিখিয়েছ,তাদের মধ্যে তুমি চিরকাল বেঁচে থাকবে। আমার মিষ্টি রকস্টার, তোমার চিরশান্তি কামনা করি।” ভূমি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “চন্দ্র দাদির খবরটা শুনে আমি মর্মাহত। বিপর্যস্ত।মনে হচ্ছে আমার নিজেরই একটা অংশ আমি চিরকালের জন্য হারালাম। তিনি অনেক মেয়ের স্বপ্নকে সত্যি করার পথ তৈরি করে দিয়েছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি খুব ভাগ্যবান এরকম একজন মানুষের আমি সান্নিধ্যে আসতে পেরেছিলাম।” আর কঙ্গনা যেন এই মৃত্যুর খবরটাকে বিশ্বাসই করতে পারছেন না। তিনিও খুবই মর্মাহত।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জন তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে! কিন্তু কেন?