সিঁদুরে রাঙা সোহিনী, শোভনের হাতে হাত, শুরু হল জুটির নতুন পথচলা

Jul 15, 2024 | 11:22 PM

Shovon-Sohini: সাদামাটা বাঙালি লুকেই এদিন নজর কাড়লেন তাঁরা। জাম রঙের শাড়ি, সোনার গহনা,মাথায় ফুল ও নাকে নোলোক, সোহিনী এদিন একই ছন্দে দিলেন ধরা।

সিঁদুরে রাঙা সোহিনী, শোভনের হাতে হাত, শুরু হল জুটির নতুন পথচলা

Follow Us

চার হাত এক হল অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের। ১৫ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জুটি। ছিমছাম সাজে সকলের নজর কাড়লেন অভিনেত্রী। বাঙালি ঘরোয়া বিয়ে। বিয়ের খবর ছড়িয়েছিল চলতি সপ্তাহেই। কলকাতা থেকে খানিক দূরে পরিবারের সকলকে নিয়ে বসেছিল বিয়ের আসর। তাই বলে ভক্তদের দীর্ঘ অপেক্ষা করালেন না। গাঁটছড়া বেঁধেই সোশ্যাল মিডিয়ায় হলেন হাজির। ছন্দে লিখলেন সম্পর্কের সাতকাহন। বিয়ের একাধিক ছবি শেয়ার করতে দেখা গেল তাঁকে। হাঁসি লেগে ঠোঁটে। সিঁদুরে রাঙা সোহিনী এদিন যেন আলো করে রাখলেন আসর। ক্যাপসনে লিখলেন, ‘দেখা হওয়ার এক বছরে / একই সাথে একই ঘরে।’

তবে কোনও পশ্চিমী ছাপ থাকল না পোশাকে। সাদামাটা বাঙালি লুকেই এদিন নজর কাড়লেন তাঁরা। জাম রঙের শাড়ি, সোনার গহনা,মাথায় ফুল ও নাকে নোলোক, সোহিনী এদিন একই ছন্দে দিলেন ধরা। পাশাপাশি শোভনও সাজলেন এদিন ধুতি পাঞ্জাবীতে। গলায় ঠাস গোলাপ নয়, বরং দেখা গেল বেল ফুলের তৈরি মালা। জুটিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন সকলেই।

আইনিমতে বিয়ে সেরেছেন এদিন অভিনেত্রী। একটি ফার্ম হাউজে বসে বিবাহ বাসর। বলিউডে স্টাইলে চুমুও থাকল না তাঁদের পোজ় থেকে বাদ। তবে ঠোঁটে ঠোঁট রেখে নয়, সোহিনীর কপালে চুম্বন করে সোহাগে ভরালেন শোভন। সেই সকল ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী।

Next Article