গতকাল ছিল শ্রদ্ধা কাপুরের তুতো–ভাই প্রিয়াঙ্ক শর্মার বিয়ে। প্রিয়াঙ্ক শর্মার অন্য আরও একটা পরিচয় আছে। তিনি শুধু শ্রদ্ধা কাপুরের ভাই নন, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরির ছেলেও। প্রিয়াঙ্ক গাঁটছড়া বাঁধলেন সাজা মোরানির সঙ্গে। ভাইয়ের বিয়ে বলে কথা,স্বাভাবিকভাবেই সপরিবারে গিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। সঙ্গে ছিলেন শ্রদ্ধার বয়ফ্রেন্ড রোহন শ্রেষ্ঠাও। রোহন একজন ফটোগ্রাফার। তবে শ্রদ্ধা–রোহন যে প্রেম করছেন, এ–কথা দু’জনের কেউই স্বীকার করেন না।
ভাইয়ের বিয়েতে খুবই সুন্দর করে সেজেছিলেন শ্রদ্ধা। সাদা রঙের ট্র্যাডিশলান পোশাকে তাঁকে খুব মিষ্টি লাগছিল। রোহন পরে এসেছিলেন নেভি ব্লু রঙের কুর্তা।সঙ্গে চুড়িদার পায়জামা। একসঙ্গেই বিয়ে বাড়িতে এসেছিলেন তাঁরা। বিয়েবাড়িতে তারকার মেলা বসেছিল। জুহি চাওলা, পুনম ধিঁলোন, ভাগ্যশ্রী, অনিল কাপুর, শক্তি কাপুর—বহু তারকাই এসেছিলেন।
তারকা খচিত বিয়ে বলে কথা! পাপারাৎজিরাতো থাকবেই। গা–বাঁচিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলেন শ্রদ্ধা। কিন্তু বেরিয়ে আসার সময়ই বিপত্তিটা ঘটল। ভাই সিদ্ধান্ত এবং রোহনের সঙ্গে বেরনোর সঙ্গে সঙ্গে তাঁদেরকে ঘিরে ফেলেছিল পাপারাৎজিরা। এমন সুযোগ কেউ হাত ছাড়া করে! স্বাভাবিকভাবেই দু’জনের একসঙ্গে ছবি তোলার জন্য ছেঁকে ধরেছিল পাপারাৎজিরা। আর তাতেই বিপত্তিতে পড়েন প্রেমিক যুগল। তাঁরা কোনও রকমে পাশ কাটিয়ে পার্কিংয়ের দিকে এগিয়ে যান।
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শ্রদ্ধা–রোহন বিয়ে করছেন। এই গুঞ্জন উঠেছিল বরুণ ধাওয়ানের ছোট্ট একটা খোঁচায়। বরুণের বিয়ের পর রোহন তাঁদের অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বরুণকে লিখেছিলেন “ ভিডি, তুমি খুবই ভাগ্যবান।” বরুণের সঙ্গে সঙ্গে খোঁচা “ আমি সত্যি তাই, আশা করছি তুমিও রেডি।” এরপর থেকেই গুঞ্জন ক্রমশ দানা বাঁধে।
আরও পড়ুন:পিছিয়ে গেল ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং
শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে লুভ রঞ্জনের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।
গতকাল ছিল শ্রদ্ধা কাপুরের তুতো–ভাই প্রিয়াঙ্ক শর্মার বিয়ে। প্রিয়াঙ্ক শর্মার অন্য আরও একটা পরিচয় আছে। তিনি শুধু শ্রদ্ধা কাপুরের ভাই নন, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরির ছেলেও। প্রিয়াঙ্ক গাঁটছড়া বাঁধলেন সাজা মোরানির সঙ্গে। ভাইয়ের বিয়ে বলে কথা,স্বাভাবিকভাবেই সপরিবারে গিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। সঙ্গে ছিলেন শ্রদ্ধার বয়ফ্রেন্ড রোহন শ্রেষ্ঠাও। রোহন একজন ফটোগ্রাফার। তবে শ্রদ্ধা–রোহন যে প্রেম করছেন, এ–কথা দু’জনের কেউই স্বীকার করেন না।
ভাইয়ের বিয়েতে খুবই সুন্দর করে সেজেছিলেন শ্রদ্ধা। সাদা রঙের ট্র্যাডিশলান পোশাকে তাঁকে খুব মিষ্টি লাগছিল। রোহন পরে এসেছিলেন নেভি ব্লু রঙের কুর্তা।সঙ্গে চুড়িদার পায়জামা। একসঙ্গেই বিয়ে বাড়িতে এসেছিলেন তাঁরা। বিয়েবাড়িতে তারকার মেলা বসেছিল। জুহি চাওলা, পুনম ধিঁলোন, ভাগ্যশ্রী, অনিল কাপুর, শক্তি কাপুর—বহু তারকাই এসেছিলেন।
তারকা খচিত বিয়ে বলে কথা! পাপারাৎজিরাতো থাকবেই। গা–বাঁচিয়ে বিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলেন শ্রদ্ধা। কিন্তু বেরিয়ে আসার সময়ই বিপত্তিটা ঘটল। ভাই সিদ্ধান্ত এবং রোহনের সঙ্গে বেরনোর সঙ্গে সঙ্গে তাঁদেরকে ঘিরে ফেলেছিল পাপারাৎজিরা। এমন সুযোগ কেউ হাত ছাড়া করে! স্বাভাবিকভাবেই দু’জনের একসঙ্গে ছবি তোলার জন্য ছেঁকে ধরেছিল পাপারাৎজিরা। আর তাতেই বিপত্তিতে পড়েন প্রেমিক যুগল। তাঁরা কোনও রকমে পাশ কাটিয়ে পার্কিংয়ের দিকে এগিয়ে যান।
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শ্রদ্ধা–রোহন বিয়ে করছেন। এই গুঞ্জন উঠেছিল বরুণ ধাওয়ানের ছোট্ট একটা খোঁচায়। বরুণের বিয়ের পর রোহন তাঁদের অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বরুণকে লিখেছিলেন “ ভিডি, তুমি খুবই ভাগ্যবান।” বরুণের সঙ্গে সঙ্গে খোঁচা “ আমি সত্যি তাই, আশা করছি তুমিও রেডি।” এরপর থেকেই গুঞ্জন ক্রমশ দানা বাঁধে।
আরও পড়ুন:পিছিয়ে গেল ‘ভুল ভুলাইয়া ২’-এর শুটিং
শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে লুভ রঞ্জনের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর।