বাবা-মার বিবাহবার্ষিকীতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাল মেয়ে শ্রদ্ধা

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 13, 2020 | 6:04 PM

আটত্রিশ বছরের সংসার সামলেছেন শক্তি এবং শিবাঙ্গী। বিয়ের ঠিক  দু’বছর পর দাদা সিদ্ধান্তের জন্ম। আর পাঁচ বছর পর শ্রদ্ধা কাপুরের।

বাবা-মার বিবাহবার্ষিকীতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাল মেয়ে শ্রদ্ধা
'কাপুর' পরিবার

Follow Us

ইনস্টাতে শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ফ্যান বেস কম নয়। ইনস্টাতে তিনি অন্যতম এক অভিনেত্রী যিনি টপ সেলিব্রিটির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সম্প্রতি বাবা শক্তি কাপুর এবং মা শিবাঙ্গী কোলাপুরের ৩৮তম বিবাহবার্ষিকীতে ছোটবেলার এক ফ্যামিলি ছবি পোস্ট করলেন তিনি। ১৯৮২ সালে বিয়ে করেছিলেন শক্তি কাপুর (Shakti Kapoor)। আটত্রিশ বছরের সংসার সামলেছেন শক্তি এবং শিবাঙ্গী। বিয়ের ঠিক  দু’বছর পর দাদা সিদ্ধান্তের জন্ম। আর পাঁচ বছর পর শ্রদ্ধা কাপুরের।

 

আরও পড়ুন মধুবন্তী বাগচির গানে, বৃষ্টিস্নাত ‘বিগ বুল’ প্রতীক গান্ধী

 

 

পাহাড়ে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন কাপুর পরিবার। সেখানেই তোলা হয় ছবি। চারিদিকে বরফ। মাথায় স্কার্ফ, কালো জ্যাকেট পরে মায়ের সামনে দাঁড়িয়ে আছে ছোট্ট শ্রদ্ধা। পাশে দাঁড়িয়ে দাদা সিদ্ধান্ত, চেন খোলা জ্যাকেট আর মাথায় সাদা টুপি। সাদা-কালো ছবি বোধহয় শ্রদ্ধার ছোটবেলার স্মৃতি উস্কে দিল। ক্যাপাশানে শ্রদ্ধা লেখেন, ‘বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, মমি এবং বাপু।’

 

 

দাদা সিদ্ধান্তও ইনস্টাতে একই ছবি পোস্ট করেছেন। ক্যাপাশানে লেখেন, ‘হ্যাপি অ্যানিভারসারি সোলমেটস’। শ্রদ্ধা কাপুরের মা শিবাঙ্গী বরাবর লো প্রোফাইলে বিশ্বাসী। তাঁর ছবি জনসমক্ষে খুব কমই আসে। তাই গোটা পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় নেই বললেই চলে। শক্তি কাপুর ২০১৮  সালে ইউরোপে ছুটি কাটানোর সময় ইনস্টাতে একটি ছবি পোস্ট করেন। গোটা পরিবারকে এক ফ্রেমে দেখা যায় তখন।

প্রসঙ্গত কোকিলাবেন হাসপাতালে শ্রদ্ধা কাপুরকে দেখা গিয়েছিল । তাঁর বন্ধু পরিচালক রেমো ডি সুজা হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।

Next Article