Shreyas Talpade: ‘প্রয়াত শ্রেয়স তোলপাড়ে’, শোকের ছায়া নামতেই মুখ খুললেন অভিনেতা

Aug 20, 2024 | 8:28 PM

Bollywood: এখনও ৫০-ও অতিক্রম করেননি শ্রেয়স। এই মুহূর্তে তাঁর বয়স ৪৭ বছর । তবে হালফিলের ঘটনাই বলে দিচ্ছে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন যে কোনও বয়সীরা। কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন।

Shreyas Talpade: প্রয়াত শ্রেয়স তোলপাড়ে, শোকের ছায়া নামতেই মুখ খুললেন অভিনেতা

Follow Us

‘প্রয়াত শ্রেয়াস তোলপাড়ে।’ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই খবর। শোকের ছায়া নামে ভক্ত মহলে। পুষ্পার কণ্ঠ স্তব্ধ! এভাবে অকালে চলে গেলেন! শোকে পাথর যখন ভক্তরা, তখনই সামনে এল স্বস্তির খবর। নাহ্, এমন কোনও অঘটন ঘটেনি। তিনি সুস্থই আছেন। মঙ্গলবার বেলা হতেই সোশ্যাল মিডিয়ায় এই খবর নজরে আসতে থাকে, অনেকেই অভিনেতার আত্মার শান্তি কামনায় পোস্টও করেন। বিষয়টা নজরে আসতেই মুখ খুললেন খোদ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন,  ‘আমি বেঁচে আছি, সুখে আছি, সুস্থ আছি।’

তাতেই ফিরল স্বস্তি। প্রসঙ্গত অভিনেতা কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শ্রেয়স তোলপাড়ে। জানা গিয়েছিল, মুহূর্তে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন চিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, সেদিন সকালে শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শরীরে ছিল না কোনও অস্বস্তিও। ‘ওয়েলকাম টু জাঙ্গল’ নামক ওই ছবির শুটিংয়ের মাঝে সহকর্মীদের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কিও করতে দেখা গিয়েছিল তাঁকে। শুটিং শেষে বাড়িতেই ফিরেই আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন তিনি।

এখনও ৫০-ও অতিক্রম করেননি শ্রেয়স। এই মুহূর্তে তাঁর বয়স ৪৭ বছর । তবে হালফিলের ঘটনাই বলে দিচ্ছে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন যে কোনও বয়সীরা। কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। তাঁরও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। আপাতত তিনি সুস্থ আছেন। বলিউডে জনপ্রিয় অভিনেতা শ্রেয়স। তাঁর অভিনীত ‘ইকবাল’ ছবির আজও লোকের মুখে মুখে। তাঁর কমিক টাইমিং, অথবা আবেগঘন দৃশ্যে অঝোরে কান্নায় বহু আগেই দর্শকের মন জয় করেছেন অভিনেতা। পুষ্পা চরিত্রের হিন্দি ডাবিং-এ যায় তাঁরই কণ্ঠস্বর। বর্তমানে এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ভক্তরা।

Next Article