‘নোয়া’। অর্থাৎ অভিনেত্রী (Actress) শ্রুতি দাস (Shruti Das)। যদিও জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’-র সৌজন্যে এখন তাঁকে ‘নোয়া’ নামেই চেনেন বেশিরভাগ দর্শক। সেই শ্রুতি এ বার ‘পাওরি’ ট্রেন্ডে গা ভাসালেন।
মেকআপ রুমের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রুতি। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন আরও কিছু চেনা মুখ। সকলের মেকআপ দেখেই বোঝা যাচ্ছে দোলের কোনও স্পেশ্যাল শুটের কারণে তাঁদের এই বিশেষ সাজ। সকলেই কিন্তু রয়েছেন ‘পাওরি’ মুডে।
কী এই ‘পাওরি’ ট্রেন্ড? এর উৎপত্তি হল কীভাবে? তার জন্য কয়েক মাস আগের খবরে ফিরে যেতে হবে আপনাকে।
দানানীর মোবেন। বছর উনিশের মেয়ে। পাকিস্তানের পেশওয়ারে থাকেন। তাঁর বলা মাত্র তিনটি সংলাপ। ‘ইয়ে হামারি কার হ্যায়’, ‘অউর ইয়ে হাম হ্যায়’ এবং ‘ইয়ে হামারি পাওরি (পার্টি) হো রহি হ্যায়’। এই তিন সংলাপ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। একের পর এক মিম ভিডিয়োয় শোনা গিয়েছে এই সংলাপ। আর দানানীর এক কথায় হয়ে উঠেছেন—সোশ্যাল ইনফ্লুয়েন্সার। ফ্যাশন, মেকআপ কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে নানাবিধ বিষয় নিয়ে ভিডিয়ো পোস্ট করেন দানানীর। তাঁকে সকলে এখন ‘পাওরি’ ট্রেন্ডের জন্যই চেনেন। তিনি বলেন, ‘আমি যে অগাধ ভালবাসা পেয়েছি তা থেকে সত্যিই অনুভব করেছি যে আমরা সবাই একটি বড় ডিজিটাল পরিবার! #Pawrigang হয়তো।’ সেই বড় পরিবারের অংশ এবার হলেন শ্রুতি ও টলি পাড়ার অন্যান্য শিল্পীরাও।
আরও পড়ুন, আপনার সঙ্গে নাচতে চান কৃতি শ্যানন! কিন্তু একটা শর্ত রয়েছে…