AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মিনি হার্ট অ্যাটাক’ শ্রুতির, হঠাৎ কী হল অভিনেত্রীর?

Shruti Das: শ্রুতি দাস টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক তাঁর জনপ্রিয়। দর্শকদের মনে অভিনয়ের দাপটে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। ভালবেসে বিয়ে করেছিলেন পরিচালক স্বর্ণেন্দু দাসকে। কিছুদিন আগেই রেজিস্ট্রি করে বিয়ে করেন তাঁরা।

'মিনি হার্ট অ্যাটাক' শ্রুতির, হঠাৎ কী হল অভিনেত্রীর?
| Updated on: Jan 18, 2024 | 9:10 PM
Share

হঠাৎ কী হল অভিনেত্রী শ্রুতি দাসের? কেমন আছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শ্রুতি দাস। এবার সেখানেই দিলেন খবর। ‘মিনি হার্ট অ্যাটাক’ হয়েছে তাঁর। এখন কেমন আছেন তিনি? কি, চিন্তায় পড়ে গেলেন? না, ভাবনার কিছু নেই। কারণ তিনি সুস্থই রয়েছেন। শীতের সকালে একমুঠো ছেলেবেলায় ফিরে যাওয়ার ফল। অর্থাৎ শীত মানেই ট্রিপ। কাছেপিঠে, কিংবা দূরে কোথাও। এবার তেমনই এক সকালে খানিকটা অবসর কাটালেন তিনি। বন্ধুদের সঙ্গে ফিরে গেলেন ছেলেবেলায়। দোলনা চড়লেন, হুল্লোড়ে মাতলেন। আর সেই দোলনায় উঠেই বিপত্তি। ভয়ে চোখ মুখ উল্টে যাওয়ার জোগার। মজা করে শ্রুতি লিখলেন ‘মিনি হার্ট অ্যাটাক’। মুহূর্তে ভাইরাল সেই পোস্ট।

প্রসঙ্গত, শ্রুতি দাস টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নাম। একের পর এক ধারাবাহিক তাঁর জনপ্রিয়। দর্শকদের মনে অভিনয়ের দাপটে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। ভালবেসে বিয়ে করেছিলেন পরিচালক স্বর্ণেন্দু দাসকে। কিছুদিন আগেই রেজিস্ট্রি করে বিয়ে করেন তাঁরা। একসঙ্গে কিনেছেন দুটি ফ্ল্যাট। শ্রুতির মা-বাবা চাননি জামাই স্বর্ণেন্দু দাসের সঙ্গে থাকতে, তাই একই বিল্ডিং-এ জোড়া ফ্ল্যাট কিনেছেন তাঁরা। যার দোতলাতে থাকে শ্রুতির পরিবার, তিনতলায় থাকে স্বর্ণেন্দু সমাদ্দারের পরিবার।

সম্প্রতি শেষ হয়েছে তাঁর ধারাবাহিক। এবার ছবির পালা। ইতিমধ্যেই ছবির শুটিং-এ হাত দিয়েছেন তিনি। রাখি গুলজারের সঙ্গে করছেন ছবি। কলকাতায় ভিক্টোরিয়া মেমরিয়ালের সামনে হয়ে গেল শুট। ছবির নাম আমার বস। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি এটি। শ্রুতির বড় পর্দায় হাতেখড়ি হয়েছে আগেই। তবে এই প্রজেক্টের অংশ হতে পেরে তিনি বেজায় খুশি।