
দুদিন আগেই খবর রটেছিল বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকী, সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয়েছিল। তখন থেকেই বলিউডের তারকা দম্পত্তি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর অনুরাগীরা অপেক্ষায় ছিলেন সুখবরের। মঙ্গলবার রাতেই সিদ্ধার্থ ও কিয়ারার পরিবারে এল নতুন সদস্য। হ্যাঁ, মা হলেন সুন্দরী কিয়ারা। বলিউডের হ্যান্ডসাম নায়ক সিদ্ধার্থ মালহোত্রা হলেন বাবা। তাঁদের কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান। সূত্রের খবর কিয়ারা ও সদ্যোজাত দুইজনেই সুস্থ রয়েছেন। মালহোত্রা ও আডবাণী পরিবারে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া।
মে মাসে মেট গালার মঞ্চে শেষ বার ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। তার পর থেকে আর দেখা যায়নি তাঁকে। এমনকী, অন্যান্য সেলেবদের মতো কোনও বেবিমুনের ছবিও পোস্ট করেননি কিয়ারা।
শোনা যায়, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি শেরশাহর শুটিং ফ্লোর থেকেই প্রেম শুরু কিয়ারা ও সিদ্ধার্থের। তবে এই প্রেমের সম্পর্ক রেখেছিলেন গোপনেই। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। রাজস্থানের জয়সালমিরে তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল তাক লাগানো। বিয়ের দুবছর ঘুরতেই, ২০২৫ সালের মার্চমাসে সোশাল মিডিয়ায় কিয়ারা ও সিদ্ধার্থ জানিয়ে দিলেন, তাঁরা শীঘ্রই হচ্ছেন দুই থেকে তিন। তারকা দম্পত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য সেলেবরা।