শিলাজিৎ বললেন, ‘আমি নচিকেতা’!
‘এ নচি তোমার কী দশা, আমাকে দেখে তুমি ভাবে, লোকে ভাবে বসা।’
টোল ট্যাক্সে গাড়ি দাঁড় করাতে হয়েছিল গায়ক শিলাজিতকে (Silajit)। যিনি ট্যাক্স নিচ্ছিলেন ড্রাইভার শিলাজিতকে বলেন, ‘স্যর চেনা চেনা লাগছে।’ উত্তরে শিলাজিৎ বলেন, ‘আমারও তোমাকে চেনা চেনা লাগছে।’ তারপর কয়েক সেকেন্ড সেই ব্যক্তির সঙ্গে কথোপকথনও চলে, গাড়ির নম্বর জানতে চান সেই ভদ্রলোক, শিলাজিৎ উত্তর দেন।
গুনগুন করে গাইতে গাইতে স্টিয়ারিং বাজাতে থাকেন শিলাজিৎ। গাড়িতে বসে থাকে এক মহিলা শিলাজিতকে বলেন লাইভে চলা ভিডিওতে দর্শক জানতে চান শিলাজিতদা কেমন আছো? তখন শিলাজিত তাঁকে এক মিনিটের জন্য অপেক্ষা করতে বলে, সেই ট্যাক্স গ্রহণকারীকে জিজ্ঞেস করেন তাঁর নাম। ভদ্রলোক তাঁর নাম বলেন। আর নিজের পরিচয় দিয়ে বলেন,’আমার নাম নচিকেতা,’। তারপর হাত বাড়িয়ে করমর্দনও করেন গায়ক। আর বলেন ‘নচিকেতাকে ভুলে যেও না গুরু’। আর অপর প্রান্তের সেই ভদ্রলোক বলতে থাকেন ‘স্যর, স্যর, আমি বুঝতে পারছিলাম না…’। গাড়িতে বসা আরোহীদের হাসি শোনা যায়, ভিডিওতে।
তারপর টোল ট্যাক্স পেরিয়ে গাড়িয়ে নিয়ে এগতে থাকেন শিলাজিৎ। সঙ্গে ক্যামেরায় তাকিয়ে এক খান ছড়াও বলেন ‘ঝিন্টি’-র প্রেমিক। ‘এ নচি তোমার কী দশা, আমাকে দেখে তুমি ভাবে, লোকে ভাবে বসা।’
আরও পড়ুন ছেলে কার্তিক আরিয়ানের জন্য মা ভীষণ চিন্তিত, কিন্তু কেন?
টোল ট্যাক্সের সেই ভদ্রলোককে নিজেকে ‘নচিকেতা’ নামেই চেনালেন শিলাজিৎ। এক মিনিট কয়েক সেকেন্ডের ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় বেশ ইতিমধ্যেই বেশ সাড়া পড়তে শুরু হয়েছে।
দেখুন ভিডিও