হাসপাতালে দিন দুই কাটিয়ে এই মুহূর্তে বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। ‘শাস্ত্রী’ ছবির শুটিং আপাতত রয়েছে বন্ধ। হাসপাতালে থাকতেই তাঁকে দেখতে হাজির হয়েছিলেন নেতা থেকে অভিনেতার দল। এবার সেই দলে নাম লেখালেন আরও এক তারকা। না, তিনি কোনও অভিনেতা নন, নন কোনও নেতাও। তবে একসময় তাঁর গানে বলিপাড়ায় উঠত হিল্লোল। শাহরুখ খান থেকে শুরু করে আমির খানের লিপে তাঁর গানের ভক্ত আজও কিন্তু এতটুকুও কমেনি। তিনি আর কেউ নন– গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এমনিতে মুম্বই থাকেন তিনি। তবে কলকাতায় এসে প্রিয় মিঠুনদার সঙ্গে দেখা করতে একেবারেই ভুলে গেলেন না তিনি। দুই বাঙালির যখন সাক্ষাৎ তখন চা না হলে কি আর আড্ডা জমে? অতঃপর গায়ককে চা-বিস্কুট খাওয়াতেও ভুললেন না মহাগুরু।
ছবিও শেয়ার করেছেন অভিজিৎ। লিখেছেন, “মিঠুনদা এখন আগের থেকে ভাল আছেন। ওঁর বাড়িতে ওঁর সঙ্গে দেখা করলাম। আবারও কাজে ফিরবেন তিনি। তোমাকে খুব ভালবাসি।” সপ্তাহ খানেক আগে হঠাৎই অসুস্থ বোধ করেন মিঠুন। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে ভর্তি করা হয়েছিল ইএম বাইপাস সংলগ্ন এক হাসপাতালে। চিকিৎসকেরা জানান, Ischemic Cerebrovascular Accident (Stroke)-এ আক্রান্ত হয়েছেন তিনি।
আইসিইউয়ে রাখা হয় তাঁকে। হয়েছিল মস্তিষ্কের এমআরআই-ও। তবে দু’দিন পরেই ছাড়া পান তিনি। রাজনৈতিক মতভেদ ব্যতিরেকে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ চক্রবর্তী, দেব, সোহম চক্রবর্তীসহ তৃণমূলের একাধিক বিধায়ক-সাংসদ। ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আপাতত ভাল আছেন তিনি। ফিরেছেন চেনা ছন্দেও।