
সব ঠিক থাকলে আর কিছু মাসের মধ্যেই মিস থেকে মিসেস হতেন তিনি। তবে তার আগেই পরিবারে দুঃসংবাদ। খারাপ খবর অন্বেষা দত্তের পরিবারে। প্রয়াত হয়েছেন তাঁর বাবা। খবরটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন গায়িকা হবু বর পেশায় ড্রামার অভিরূপ চট্টোপাধ্যায়। এ দিন হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিরূপ লেখেন, “তুমি তোমার আশীর্বাদ আমাদের দিয়েছিলেন। চেয়েছিলে আমরা যাতে খুশি থাকি। আমরা খুশি আছি। তবু আমরা বড় অভাগা। কারণ তুমি আমাদের মধ্যে নেই। এত তাড়াতাড়ি চলে গেলে! আমাদের সমবেদনা রইল। ওই উপর থেকে আমাদের আশীর্বাদ করো। আমরা খুশি থাকার চেষ্টা করব।” হবু বউ অন্বেষাকেও ট্যাগ করেছেন অভিরূপ। লিখেছেন, ‘তুমি শক্ত থেকো অন্বেষা। অনেক অনেক শক্তি তোমায় পাঠালাম।”
ঘটনায় ভেঙে পড়েছেন গায়িকা। মর্মাহত তাঁর মা নন্দিনী চট্টোপাধ্যায়ও। অভিরূপের ওই বেদনামাখা পোস্টে তাঁর মন্তব্য, “তখনও বুঝিনি যে বেশিদিন থাকবে না। এত তাড়াতাড়ি চলে যাবে সবাইকে ছেড়ে লাল টুকটুকে পাঞ্জাবি পরে।” এই কঠিন সময়ে হবু শাশুড়ির হাত ছাড়েননি জামাই। বরং পাশে থাকার বার্তা দিয়ে তাঁর বক্তব্য, “তুমি যা করেছে তা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি মহান। আমরা সবাই আছি তোমার সঙ্গে।”
গত বছর নভেম্বর মাসে বাগদান সেরে ফেলেছিলেন অভিরূপ ও অন্বেষা। এর পর এক নন-ফিকশন শো’র মঞ্চে এসে গায়িকা জানিয়েছিলেন আগামী এক বছরের মধ্যেই সামাজিক বিয়ে করার ইচ্ছে রয়েছে তাঁর। কিন্তু এরই মধ্যে যে এত বড় বিপর্যয় ঘটে যেতে পারে তা ঠাওর করতে পারেননি কেউই। প্রসঙ্গত। বহু দিন ধরেই সঙ্গীতজগতে নিজের পরিচিতি তৈরি করেছেন অন্বেষা। ২০১৪ সালে এক রিয়ালিটি শো-য়ে তিনি প্রথম হন। এর পর থেকে গানকে পাথেয় করেই জীবনে এগিয়ে চলেছেন। হবু বরও একই পেশার মানুষ।