Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কালই বিয়ে করছেন গায়ক সনম পুরি, হবু স্ত্রীর রূপ ঝলসে দেবে আপনাকেও

Singer Sanam Puri: কে তাঁর বান্ধবী? কী করেন তিনি। জুকোবেনি একজন মডেল। মিস ডিভার ইউনিভার্সে অংশ নিয়েছিলেন তিনি। পৌঁছেছিলেন ফাইনালেও। গত বছর মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর।

কালই বিয়ে করছেন গায়ক সনম পুরি, হবু স্ত্রীর রূপ ঝলসে দেবে আপনাকেও
হবু স্ত্রীর রূপ ঝলসে দেবে আপনাকেও
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 8:18 PM

আগামীকাল অর্থাৎ ১১ জানুয়ারি বিয়ে করতে চলেছেন গায়ক সনম পুরি। দীর্ঘ দিনের বান্ধবী জুকোবেনি তুঙ্গোই হতে চলেছেন তাঁর স্ত্রী। জুকোবেনি নাগাল্যান্ডের কোহিমার বাসিন্দা। তাই বিয়ে হতে চলেছে সেখানেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি পঞ্জাবি ও নাগাল্যান্ডের মানুষ। আমাদের বিয়ে এই দুই সংস্কৃতির মিলন। আশা করছি, দুই সংস্কৃতির মধ্যে যে বিভেদ রয়েছে এই বিয়ের মধ্যে দিয়ে তা মিলনে রূপান্তরিত হবে।” দুই দিন ধরে হবে বিয়ের অনুষ্ঠান। কাছের মানুষরা হাজির থাকবেন সনমের বিয়ের অনুষ্ঠানে।

কে তাঁর বান্ধবী? কী করেন তিনি। জুকোবেনি একজন মডেল। মিস ডিভার ইউনিভার্সে অংশ নিয়েছিলেন তিনি। পৌঁছেছিলেন ফাইনালেও। গত বছর মার্চ মাসে সনমের সঙ্গে বাগদান হয় তাঁর। এবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। সনমের মহিলা অনুরাগীদের অবশ্য খানিক মন খারাপ এতে। জেন ওয়াইয়ের বড়ই পছন্দের গায়ক তিনি। তাঁর ভক্তসংখ্যা নেহাত কম নয়। তাঁর নিজের এক গানের ব্যান্ড রয়েছে। এ ছাড়াও বহু হিন্দি ছবিতে প্লেব্যাক করতে দেখা গিয়েছে তাঁকে। এদের মধ্যে রয়েছে ‘ধাৎ তেরি কি’, ‘ইশক বুলাওয়া’র মতো জনপ্রিয় গানও।