সন্তানদের দায়িত্ব একা পালন করছেন কোন বলি সেলেবরা?
স্বরলিপি ভট্টাচার্য |
Apr 05, 2021 | 5:04 PM
সন্তানের দায়িত্ব পালন করছেন কেউ স্বেচ্ছায়। কেউ বা দাম্পত্য বিচ্ছেদের পর একা সামলাচ্ছেন সন্তানের দায়িত্ব। এই তালিকায় বলিউডের কোন কোন তারকা রয়েছেন, এক নজরে দেখে নেওয়া যাক।
1 / 9
করিশ্মা কাপুর- ২০০৩-এর ২৯ সেপ্টেম্বর সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা। দম্পতির দুই সন্তান। ২০১৬-এ তাঁদের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর করিশ্মা একাই দুই সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন।
2 / 9
সুস্মিতা সেন- দুই মেয়ে রেনে এবাং আলিশাকে দত্তক নিয়েছএন সুস্মিতা সেন। সিঙ্গল মাদার হিসেবে তিনি বলিউডে উদাহরণ তৈরি করেছেন। তাঁর জার্নিতে দুই মেয়ের ভূমিকাও কম নয়।
3 / 9
অমৃতা সিং- সইফ আলি খানের সঙ্গে অমৃতার ১৩ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে একাই বড় করেছেন অমৃতা। তবে সইফের সঙ্গে দুই সন্তানের আগাগোড়া যোগাযোগ রয়েছে।
4 / 9
পূজা বেদী- ১৯৯৪-এ বিয়ে। ২০০৩-এ ফারহান ইব্রাহিমের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পূজা বেদীর। তারপর থেকে দুই সন্তানের দায়িত্ব একাই সামলাচ্ছেন পূজা।
5 / 9
নীনা গুপ্তা- ৮০ দশকে ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনার প্রেমের খবর ইন্ডাস্ট্রির কারও অজানা ছিল না। তবে তাঁরা কখনও বিয়ে করেননি। তাঁদের কন্যা মাসাবাকে একাই বড় করেছেন নীনা।
6 / 9
কঙ্কনা সেন শর্মা- ২০১০-এ রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। ২০১১-এ তাঁদের সন্তান হারুনের জন্ম হয়। কিন্তু দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৫-এ দাম্পত্য বিচ্ছেদের পর হারুনের দেখভাল কঙ্কনাই করেন।
7 / 9
পুনম ধীঁলো- পুনম এবং অশোক তাকেরিয়ার দুই সন্তান পালোমা এবং আনমোল। বিবাহ বিচ্ছেদের পর দুই সন্তানকে পুনমই বড় করে তুলেছেন।
8 / 9
তুষার কাপুর- সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের বাবা হয়েছেন তুষার কাপুর। একাই ছেলেকে বড় করছেন অভিনেতা।
9 / 9
করণ জোহর- সরোগেসির মাধ্যমে যমজ সন্তান যশ এবং রুহির বাবা হয়েছেন করণ জোহর। সিঙ্গল পেরেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন পরিচালক তথা প্রযোজক করণ।