সামাজিক বার্তাবাহী ছবি সমাজ বদলাতে পারে না: অনুভব সিনহা
পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম 'অনেক'। জঙ্গলে হবে শুটিং। অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।
আরও পড়ুন আবার বন্ধ হয়ে গেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শুটিং
সাম্প্রতিককালে অনুভব নিজেও বেশ কয়েকটি ছবি তৈরি করেছেন, যেগুলি সরাসরি সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন তুলেছে। ‘মুল্ক’, ‘আর্টিকল ফিফটিন’, ‘থপ্পড়’ – এর মতো ছবি তৈরি করেছেন তিনি। সেই ছবিগুলি দর্শকের পছন্দ হলেও সমাজকে পাল্টাতে পারেনি—সে কথা আক্ষেপের সঙ্গে স্বীকার করে নিলেন অনুভব। তবে সেই সঙ্গে তাঁর উক্তি, “আমাদের কাজ আমাদের করে যেতে হবে।”
View this post on Instagram
ইঞ্জিনিয়র হয়েও অনুভব ফিল্ম মেকিংকেই করতে চেয়েছিলেন কেরিয়ার। বেশ কিছু কমার্শিয়াল ছবিও বানিয়েছিলেন প্রথমদিকে। সেগুলি বক্স অফিসে খুব যে ভাল ফল করেছিল, তা নয়। আর ছবিই তৈরি করবেন না ভেবেছিলেন। তারপর একদিন খবরের কাগজে একটি খবর পড়ে নতুন করে ভাবতে শুরু করেন। এক বাবা তার মৃত সন্ত্রাসবাদী সন্তানের বিরোধিতা করছেন। ঘটনাটি তাকে এতটাই ভাবিয়েছিল, যে ‘মুল্ক’ ছবিটি বানিয়েছিলেন। দর্শক ছবিটি দেখে বাহবা দিলেও যাঁদের জন্য ছবিটি তৈরি, তাদের কতজন দেখেছেন সে-ই ছবি?— প্রশ্ন খোদ অনুভবেরই।
View this post on Instagram
কাল, রবিবার সকালে অসমের উদ্দেশে রওনা দেবেন পরিচালক। পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম ‘অনেক’। জঙ্গলে শুটিং হবে। অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ‘আর্টিকল ফিফটিন’-এর পর দ্বিতীয় ছবিতে সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান-অনুভব।