সামাজিক বার্তাবাহী ছবি সমাজ বদলাতে পারে না: অনুভব সিনহা

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 09, 2021 | 10:39 PM

পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম 'অনেক'। জঙ্গলে হবে শুটিং। অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।

Follow Us

স্নেহা সেনগুপ্ত চলছে ছাব্বিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার আমন্ত্রিতদের সংখ্যাও কম। প্রতিবছর মুম্বই থেকে একাধিক তারকা অংশগ্রহণ করেন (KIFF) কিফ-এ। এবার অনেকেই আসছেন না করোনার জন্য। তবে আজ, শনিবার মুম্বই থেকে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন বিশেষ বক্তা পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha)। বিষয়: মূলধারার ভারতীয় ছবির সামাজিক দায়িত্ব। সেখানে বক্তৃতা দেওয়ার সময় অনুভব বলেন, “আমার মনে হয় না, সামাজিক বার্তাবহনকারী ছবিগুলি সমাজ বদলাতে পারে।”

 

আরও পড়ুন  আবার বন্ধ হয়ে গেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শুটিং

 

 

সাম্প্রতিককালে অনুভব নিজেও বেশ কয়েকটি ছবি তৈরি করেছেন, যেগুলি সরাসরি সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন তুলেছে। ‘মুল্ক’, ‘আর্টিকল ফিফটিন’, ‘থপ্পড়’ – এর মতো ছবি তৈরি করেছেন তিনি। সেই ছবিগুলি দর্শকের পছন্দ হলেও সমাজকে পাল্টাতে পারেনি—সে কথা আক্ষেপের সঙ্গে স্বীকার করে নিলেন অনুভব। তবে সেই সঙ্গে তাঁর উক্তি, “আমাদের কাজ আমাদের করে যেতে হবে।”

 

 

ইঞ্জিনিয়র হয়েও অনুভব ফিল্ম মেকিংকেই করতে চেয়েছিলেন কেরিয়ার। বেশ কিছু কমার্শিয়াল ছবিও বানিয়েছিলেন প্রথমদিকে। সেগুলি বক্স অফিসে খুব যে ভাল ফল করেছিল, তা নয়। আর ছবিই তৈরি করবেন না ভেবেছিলেন। তারপর একদিন খবরের কাগজে একটি খবর পড়ে নতুন করে ভাবতে শুরু করেন। এক বাবা তার মৃত সন্ত্রাসবাদী সন্তানের বিরোধিতা করছেন। ঘটনাটি তাকে এতটাই ভাবিয়েছিল, যে ‘মুল্ক’ ছবিটি বানিয়েছিলেন। দর্শক ছবিটি দেখে বাহবা দিলেও যাঁদের জন্য ছবিটি তৈরি, তাদের কতজন দেখেছেন সে-ই ছবি?— প্রশ্ন খোদ অনুভবেরই।

 

কাল, রবিবার সকালে অসমের উদ্দেশে রওনা দেবেন পরিচালক। পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম ‘অনেক’। জঙ্গলে শুটিং হবে। অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ‘আর্টিকল ফিফটিন’-এর পর দ্বিতীয় ছবিতে সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান-অনুভব।

স্নেহা সেনগুপ্ত চলছে ছাব্বিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার আমন্ত্রিতদের সংখ্যাও কম। প্রতিবছর মুম্বই থেকে একাধিক তারকা অংশগ্রহণ করেন (KIFF) কিফ-এ। এবার অনেকেই আসছেন না করোনার জন্য। তবে আজ, শনিবার মুম্বই থেকে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন বিশেষ বক্তা পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha)। বিষয়: মূলধারার ভারতীয় ছবির সামাজিক দায়িত্ব। সেখানে বক্তৃতা দেওয়ার সময় অনুভব বলেন, “আমার মনে হয় না, সামাজিক বার্তাবহনকারী ছবিগুলি সমাজ বদলাতে পারে।”

 

আরও পড়ুন  আবার বন্ধ হয়ে গেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শুটিং

 

 

সাম্প্রতিককালে অনুভব নিজেও বেশ কয়েকটি ছবি তৈরি করেছেন, যেগুলি সরাসরি সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন তুলেছে। ‘মুল্ক’, ‘আর্টিকল ফিফটিন’, ‘থপ্পড়’ – এর মতো ছবি তৈরি করেছেন তিনি। সেই ছবিগুলি দর্শকের পছন্দ হলেও সমাজকে পাল্টাতে পারেনি—সে কথা আক্ষেপের সঙ্গে স্বীকার করে নিলেন অনুভব। তবে সেই সঙ্গে তাঁর উক্তি, “আমাদের কাজ আমাদের করে যেতে হবে।”

 

 

ইঞ্জিনিয়র হয়েও অনুভব ফিল্ম মেকিংকেই করতে চেয়েছিলেন কেরিয়ার। বেশ কিছু কমার্শিয়াল ছবিও বানিয়েছিলেন প্রথমদিকে। সেগুলি বক্স অফিসে খুব যে ভাল ফল করেছিল, তা নয়। আর ছবিই তৈরি করবেন না ভেবেছিলেন। তারপর একদিন খবরের কাগজে একটি খবর পড়ে নতুন করে ভাবতে শুরু করেন। এক বাবা তার মৃত সন্ত্রাসবাদী সন্তানের বিরোধিতা করছেন। ঘটনাটি তাকে এতটাই ভাবিয়েছিল, যে ‘মুল্ক’ ছবিটি বানিয়েছিলেন। দর্শক ছবিটি দেখে বাহবা দিলেও যাঁদের জন্য ছবিটি তৈরি, তাদের কতজন দেখেছেন সে-ই ছবি?— প্রশ্ন খোদ অনুভবেরই।

 

কাল, রবিবার সকালে অসমের উদ্দেশে রওনা দেবেন পরিচালক। পরবর্তী ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম ‘অনেক’। জঙ্গলে শুটিং হবে। অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। ‘আর্টিকল ফিফটিন’-এর পর দ্বিতীয় ছবিতে সঙ্গে কাজ করতে চলেছেন আয়ুষ্মান-অনুভব।

Next Article