Chirosokha: আবার কি ফিরবে ‘প্লুটো’? নতুন কোনও চমক আছে ‘চিরসখা’য়?

Chirosokha Pluto Death: সিরিয়ালে প্লুটোর অকালমৃত্যু! 'চিরসখা' ধারাবাহিকে এই প্লুটোর মৃত্যুর প্লট মেনে নিয়ে পারছেন না, বহু দর্শক। গত সপ্তাহ থেকে তাই সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে প্লুটোর অকালমৃত্যু নিয়ে। মায়ের কারণেই কী আত্মহত্যা করেছে প্লুটো?

Chirosokha: আবার কি ফিরবে প্লুটো? নতুন কোনও চমক আছে চিরসখায়?

|

Aug 25, 2025 | 6:14 PM

অনেক সময়ই দেখা যায়, কোনও সিনেমা বা ধারাবাহিকের চিত্রনাট্য দর্শকদের মধ্যে এমন প্রভাব ফেলে যে, দর্শক তাঁর মধ্যে প্রবেশ করে বাস্তবের রং দিতে থাকে। ‘চিরসখা’ ধারাবাহিকটি ঠিক এরকমই। প্রথম দিন থেকে টান টান গল্পে চিরসখা, সিরিয়াল প্রেমী মানুষদের চিরবন্ধু হয়ে উঠেছে। আর তাই তো হঠাৎ গল্পের পটপরিবর্তন, শুধু সিরিয়ালের গল্পের মোড়ই ঘোরায়নি বরং দর্শকদের মনে আঘাত দিয়েছে। আর সেই ঘটনা হল, সিরিয়ালে প্লুটোর অকালমৃত্যু! ‘চিরসখা’ ধারাবাহিকে এই প্লুটোর মৃত্যুর প্লট মেনে নিয়ে পারছেন না, বহু দর্শক। গত সপ্তাহ থেকে তাই সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে প্লুটোর অকালমৃত্যু নিয়ে। মায়ের কারণেই কী আত্মহত্যা করেছে প্লুটো?

সোশাল মিডিয়ায় দিকে নজর দিলে, এখন একটাই বিষয় নিয়ে আলোচনা। কেন প্লুটোর মৃত্যু লিখেছেন ধারাবাহিকের লেখিকা? কেন ভাঙলেন প্লুটো-মিঠির প্রেম? এর নেপথ্যে কী রয়েছে অন্য টুইস্ট। সম্প্রতি কলকাতার এক ক্যাফেতে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিতে হাজির হয়েছিলেন চিরসখা টিম। সেখানেও উঠে এসেছে প্লুটোর মৃত্যু নিয়ে নানা তথ্য। কিন্তু এখনও দর্শকদের মনে ঘুরছে একটাই প্রশ্ন এই মৃত্যু ছাড়া কি গল্প এগোতে পারত না? কেন এমন গল্প সাজালেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়?

সম্প্রতি কলকাতার এক ক্যাফেতে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিতে হাজির হয়েছিলেন চিরসখা টিম। দেখুন সেই ভিডিয়ো?

সম্প্রতি এই নিয়ে এক সংবাদমাধ্যমকে লীনা জানিয়েছেন, ”এই গল্প পূর্বনির্দিষ্টই ছিল। কাহিনির মতো করেই এই দৃশ্য এসেছে। তবে এই গল্পের সঙ্গে একটা সামাজিক বার্তা রয়েছে। ছেলে-মেয়েদের সব কিছুতেই নিয়ন্ত্রণ করা উচিত নয়, একটা বয়সের পর।” তবে প্লুটোর মৃত্যু নিয়ে দর্শকদের যে ক্ষোভ জমেছে, সেটাকে মাথায় রেখে গল্পে কী আবার প্লুটো ফিরবে? এই বিষয়ে অবশ্য কিছুই মন্তব্য করতে চাননি লীনা গঙ্গোপাধ্যায়। তবে সোশাল মিডিয়ায় এবং চিরসখার নানা ফ্যান পেজে প্লুটোর মৃত্যু নিয়ে আলোচনা বেড়েই চলেছে।