
অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন আজ ৪মার্চ। জন্মদিনে তাঁকে ফোনে পাওয়া একটু কষ্টকর। কারণ এই দিনটি শুধুমাত্র নিজের পরিবারের জন্য বরাদ্দ করে রাখেন সোহম। ফোন থাকে সাইলেন্ট মোডে। তবে অবশেষে তাঁকে পাওয়া গেল, তিনি বললেন, ‘জন্মদিনে আগের মত আর পার্টি করা হয় না। পরিবারের সঙ্গে বাড়িতেই দুপুরের খাবার খাওয়া হয়।’ সেই খাবারের তত্ত্বাবধানে থাকে স্ত্রী তনয়া। মা কালীর কাছে পুজো দিয়ে একটু ভোগ নিবেদন করেন সোহম, সঙ্গে থাকেন স্ত্রী। এর পর সন্ধ্যাটা স্ত্রী, সন্তান, বাবা-মাকে নিয়েই কাটান। চেষ্টা করলেন এই দিনটাতে কোনও শ্যুট না রাখার।
এই বছর সোহমের জন্মদিনে তাঁকে ‘সারপ্রাইজ’ দেওয়ার জন্য তাঁর আগামী ছবি ‘বহুরূপ’ এর পোস্টার প্রকাশ করল এই ছবির পরিচালক ও প্রযোজকরা। সোহম জানালেন, তিনি বেশ খুশি হয়েছেন , এই ছবির জন্য সাতটা লুক করেছেন তিনি। পোস্টারে সেই সাতটা লুকের ঝলক রয়েছে। সাত রকম চরিত্রে দেখা যাবে তাঁকে। তিনি আরও জানিয়েছেন, প্রসঙ্গত এই ছবিতে প্রথমবার ইধিকার সঙ্গে সোহম কে জুটিতে দেখা যাবে।
বহুরূপ একজন অভিনেতার গল্প। সিনেমার হিরো বা হিরোইন কে দেখে সিনেমায় একাত্ম হয়ে যায় দর্শক। ভালোবাসা, সুখ, দুঃখ,অভিমান-এর দৃশ্যে নিজেদের একাত্ম করে নেয় দর্শক। অথচ একজন অভিনেতাকে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয় সেটা দর্শক ভাবেননা বা ভাবার দরকারও পড়ে না । ‘বহুরূপ’ সেই অভিনেতার গল্প যে নিজেকে হারিয়ে ফেলেছে কোন এক চরিত্রের অন্ধকারে।
এই ছবি অভিনেতা সোহম চক্রবর্তী এবং ইধিকা পালের জুটির প্রথম ছবি। ইধিকার খাদান সাফল্যের পর আরও একটা বড় ছবি। আগামী বছরের শুরুতেই ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। জন্মদিনে এই ছবির পোস্টার মুক্তি তে অভিনেতা সোহম বললেন, ‘সাতটা চরিত্রের সাতটা লুক সময় নিয়ে করেছি। আশাকরি দর্শকদের মনে উৎসাহ তৈরি করবে বহুরূপ ছবি নিয়ে।’