ভয় পান, নাকি এই ভূতেদের পছন্দ করেন আপনি?

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 01, 2020 | 8:16 AM

1 / 8
আজ ভূত চতুর্দশী। বাইরে কিন্তু ভূতেদের আনাগোনী শুরু হয়ে গিয়েছে। আপনি তেনাদের দেখা পেলে ভয় পাবেন না। যেমন ভয় পাননি, ফিল্মি ভূতেদের (film ghost) দেখে। কেউ সুন্দরী, কেউ লাস্যময়ী, কেউ বা মুখরা। আমরা বেছে নিলাম এমনই সাত চরিত্রকে। ভূত হয়েও যাঁরা দর্শকের প্রশংসা পেয়েছিলেন।

আজ ভূত চতুর্দশী। বাইরে কিন্তু ভূতেদের আনাগোনী শুরু হয়ে গিয়েছে। আপনি তেনাদের দেখা পেলে ভয় পাবেন না। যেমন ভয় পাননি, ফিল্মি ভূতেদের (film ghost) দেখে। কেউ সুন্দরী, কেউ লাস্যময়ী, কেউ বা মুখরা। আমরা বেছে নিলাম এমনই সাত চরিত্রকে। ভূত হয়েও যাঁরা দর্শকের প্রশংসা পেয়েছিলেন।

2 / 8
অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ (tollywood) ছবির ‘কদলীবালা’। স্বস্তিকা মুখোপাধ্যায়। বিশেষ টানে কথা বলা, সাবেকি সাজ আর মিষ্টি গান দিয়ে মন জয় করেছিল এই ভূত।

অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ (tollywood) ছবির ‘কদলীবালা’। স্বস্তিকা মুখোপাধ্যায়। বিশেষ টানে কথা বলা, সাবেকি সাজ আর মিষ্টি গান দিয়ে মন জয় করেছিল এই ভূত।

3 / 8
অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’-এর ‘পিসিমা’। মৌসুমী চট্টোপাধ্যায়। গয়নার বাক্স আগলে রাখা পিসিমা মুখরা হলেও তার মধ্যেও যে স্নেহ, প্রেমের মিশেল দেখিয়েছেন পরিচালক, তা কুর্নিশ দাবি করে।

অপর্ণা সেন পরিচালিত ‘গয়নার বাক্স’-এর ‘পিসিমা’। মৌসুমী চট্টোপাধ্যায়। গয়নার বাক্স আগলে রাখা পিসিমা মুখরা হলেও তার মধ্যেও যে স্নেহ, প্রেমের মিশেল দেখিয়েছেন পরিচালক, তা কুর্নিশ দাবি করে।

4 / 8
‘ওম শান্তি ওম’-এর শান্তিপ্রিয়াকে নিশ্চয়ই মনে আছে? দীপিকা পাড়ুকোন কেরিয়ার শুরুই করেছিলেন ভূতের চরিত্র দিয়ে।

‘ওম শান্তি ওম’-এর শান্তিপ্রিয়াকে নিশ্চয়ই মনে আছে? দীপিকা পাড়ুকোন কেরিয়ার শুরুই করেছিলেন ভূতের চরিত্র দিয়ে।

5 / 8
‘তলাশ’ ছবির রোজিকে মনে পড়ে? অভিনয় করেছিলেন করিনা কপূর খান। ছবির একেবারে শেষে গিয়ে বোঝা যায়, চরিত্রটি আসলে ভূত।

‘তলাশ’ ছবির রোজিকে মনে পড়ে? অভিনয় করেছিলেন করিনা কপূর খান। ছবির একেবারে শেষে গিয়ে বোঝা যায়, চরিত্রটি আসলে ভূত।

6 / 8
‘মহব্বতে’র সাদা শাড়ি, খোলা চুলের ঐশ্বর্য রাই বচ্চনের চরিত্র যে ভূতের, তা শুরু থেকেই বুঝেছিলেন দর্শক। কিন্তু শাহরুখ খানের সঙ্গে তাঁর কেমিস্ট্রি পছন্দ করেছিলেন সকলে।

‘মহব্বতে’র সাদা শাড়ি, খোলা চুলের ঐশ্বর্য রাই বচ্চনের চরিত্র যে ভূতের, তা শুরু থেকেই বুঝেছিলেন দর্শক। কিন্তু শাহরুখ খানের সঙ্গে তাঁর কেমিস্ট্রি পছন্দ করেছিলেন সকলে।

7 / 8
কন্নন আইয়ার পরিচালিত ‘এক থি ডায়ান’-এ কঙ্কনা সেনশর্মার চরিত্রটি ছিল ডাইনির। ছবিটি বক্স অফিসে তেমন বাণিজ্য করতে না পারলেও কঙ্কনার অভিনয় মন কেড়েছিল সকলের।

কন্নন আইয়ার পরিচালিত ‘এক থি ডায়ান’-এ কঙ্কনা সেনশর্মার চরিত্রটি ছিল ডাইনির। ছবিটি বক্স অফিসে তেমন বাণিজ্য করতে না পারলেও কঙ্কনার অভিনয় মন কেড়েছিল সকলের।

8 / 8
‘রাগিনী এম এম এস টু’-এ সানি লিওনের বিভিন্ন দৃশ্য সে সময় ভাইরাল হয়েছিল। আদতে ছবিতে তাঁর চরিত্রটি ছিল ভূতের।

‘রাগিনী এম এম এস টু’-এ সানি লিওনের বিভিন্ন দৃশ্য সে সময় ভাইরাল হয়েছিল। আদতে ছবিতে তাঁর চরিত্রটি ছিল ভূতের।

Next Photo Gallery