সোনাক্ষীকে আলাদা হওয়ার কথা বলেছিলেন স্বামী জাহির, কী উত্তর ‘দাবাং’ নায়িকার?

এই তো কয়েকদিন আগে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটতেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঠাট্টা করে নানা মন্তব্য পোস্ট করেছিলেন সোনাক্ষী ও জাহির নিজেই। তবে এবার নিজের শ্বশুরবাড়ি ও সেখানকার লোকজনদের নিয়ে সোজাসাপটা কথা বললেন সোনাক্ষী। স্পষ্ট জানালেন, জাহিরের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন।

সোনাক্ষীকে আলাদা হওয়ার কথা বলেছিলেন স্বামী জাহির, কী উত্তর দাবাং নায়িকার?

|

Nov 03, 2025 | 6:03 PM

নিজেদের দাম্পত্য নিয়ে প্রথম থেকেই একেবারে খুল্লমখুল্লা কথা বলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এমনকী, সোশাল মিডিয়ায় তাঁদের প্রেমে ভরপুর সংসারের ঝলক প্রকাশ্যে আনেন। এই তো কয়েকদিন আগে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটতেই সোশাল মিডিয়ায় রীতিমতো ঠাট্টা করে নানা মন্তব্য পোস্ট করেছিলেন সোনাক্ষী ও জাহির নিজেই। তবে এবার নিজের শ্বশুরবাড়ি ও সেখানকার লোকজনদের নিয়ে সোজাসাপটা কথা বললেন সোনাক্ষী। স্পষ্ট জানালেন, জাহিরের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে এসে সোনাক্ষী বলেন, ”জাহিরের বাড়ির সবার সঙ্গেই আমার দারুণ সম্পর্ক। ওরা জাহিরের থেকেও মজার। খুব আধুনিক মনস্ক এবং জটিলতা নেই। এমনকী, জাহিরও মাঝে মধ্যে নানা কারণে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার শাশুড়ি মা একেবারেই ওমন নয়।”

এই ইউটিউবের সাক্ষাৎকারে সোনাক্ষী আরও বলেন,”আমাদের বিয়ের কয়েকদিন পর জাহির আমাকে বলেছিল, শ্বশুর-শাশুড়ি থেকে আলাদা থাকতে চাই কিনা। আমি স্পষ্ট জাহিরকে বলেছিলাম, তুমি আলাদা হয়ে যাও। আমি ওদের সঙ্গেই থাকব!”

২০২৪ সালের জুন মাসে জাহির ইকবালের সঙ্গে বিয়ে হয় সোনাক্ষীর। বিয়ের কয়েক মাস কাটতেই শোনা যায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। কিন্তু তখন সেই খবরকে ভুয়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন সোনাক্ষী। স্পষ্ট বলেছিলেন, অন্তঃসত্ত্বা নয়, বরং মোটা হয়েছেন তিনি।