AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

“…তারপর আমরা, কথা দিলাম”, ডিভোর্স প্রসঙ্গ উঠতেই চাঁচাছোলা জবাব সোনাক্ষীর

আন্তধর্মীয় বিয়ে হওয়ায় একশ্রেণি আবার তাঁকে কটাক্ষ করতেও পিছপা হন না। আর সেই সকল মন্তব্য খুব সহজেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে প্রথম থেকেই বেশ অবগত সোনাক্ষী।

...তারপর আমরা, কথা দিলাম, ডিভোর্স প্রসঙ্গ উঠতেই চাঁচাছোলা জবাব সোনাক্ষীর
| Updated on: Apr 17, 2025 | 4:43 PM
Share

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভালবেসে বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবালকে। ২৩ জুন, ২০২৪-এ তাঁদের রেজিস্ট্রি বিয়ে হয় তাঁদের। মাঝে মধ্যেই নিজেদের নানা ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। তবে আন্তধর্মীয় বিয়ে হওয়ায় একশ্রেণি আবার তাঁকে কটাক্ষ করতেও পিছপা হন না। আর সেই সকল মন্তব্য খুব সহজেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে প্রথম থেকেই বেশ অবগত সোনাক্ষী। তাই বিয়ের ছবি পোস্ট করার সময় তিনি ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন মূলত বন্ধ করেই রাখেন।

তবুও ট্রোলিং যেন আটকানো যায় না। কমেন্ট বন্ধ করেও রেহাই মেলেনি তাঁদের। এক ট্রোলার এবার সোনাক্ষীর অপর এক পোস্টে গিয়ে লিখে বসে— “Ur divorce is too close to u.” অর্থাৎ “তোমার ডিভোর্স তোমার খুব কাছেই আছে।” এই কটাক্ষের জবাবে চুপ থাকেননি ‘হীরামণ্ডি’-খ্যাত অভিনেত্রী। বরং প্রকাশ্যেই কড়া জবাব দিয়ে বসেন তিনি। পাল্টা আক্রমণ করে বলেন, “আগে আপনার মা-বাবা ডিভোর্স নেবে, তারপর আমরা। কথা দিলাম।”

সোনাক্ষীর এই মন্তব্য মুহূর্তে ভাইরাল। অনুরাগীরা তাঁর এই সাহসী উত্তর দেখে প্রশংসা করছেন। প্রসঙ্গত, মেয়ে সোনাক্ষীর হয়ে আগেও মুখ খুলেছেন তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা। তিনি Times Now-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বিয়ে একান্তই দু’জনের ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও তাতে মন্তব্য করার অধিকার নেই। যাঁরা অহেতুক সমালোচনা করছেন, তাঁদের বলব— নিজের জীবন নিয়ে ভাবুন। কাজের কাজ করুন।”