শুধুমাত্র এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সোনাক্ষী সিনহা, কেন?

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 28, 2021 | 5:41 PM

মিনি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন সোনাক্ষী। যা শোনা যাচ্ছে সিরিজের নাম ঠিক হয়েছে, ‘ফলেন’। শুটিং শেষের ঘোষণা করে ছবিও পোস্ট করেন সোনাক্ষী। ক্যাপশনে লেখেন, ‘শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে আমি জানি না কোথা থেকে শুরু করব! কী যাত্রাপথ ছিল ‘ফলেন’-এর (এখনও আমরা এটিকে ডাকছি এই নামে, তবে প্রকৃত নামটির জন্য অপেক্ষা করুন) এই সেট ছাড়ছি দারুণ […]

শুধুমাত্র এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সোনাক্ষী সিনহা, কেন?
সোনাক্ষী সিনহা

Follow Us

মিনি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন সোনাক্ষী। যা শোনা যাচ্ছে সিরিজের নাম ঠিক হয়েছে, ‘ফলেন’। শুটিং শেষের ঘোষণা করে ছবিও পোস্ট করেন সোনাক্ষী। ক্যাপশনে লেখেন, ‘শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে আমি জানি না কোথা থেকে শুরু করব! কী যাত্রাপথ ছিল ‘ফলেন’-এর (এখনও আমরা এটিকে ডাকছি এই নামে, তবে প্রকৃত নামটির জন্য অপেক্ষা করুন) এই সেট ছাড়ছি দারুণ কিছু মুহূর্ত নিয়ে, নতুন বন্ধু, বাইক চালানোর দক্ষতা এবং আনন্দে ভরা হৃদয়!

 

আরও পড়ুন হোলিতে রংবাজি নয়, ছবি দেখিয়ে অন্য বার্তা তুহিনার

 

ধন্যবাদ রিমা কাগতি এবং জোয়া আখতার অঞ্জলি ভাটির জন্য (চরিত্রের নাম) আমি আপনাকে বোঝাতে পারব না, কতক্ষণ এর জন্য অপেক্ষা করেছি। আমি বলতে পারি এমন এক অ্যামেজিং টিমের সঙ্গে সেরা সেরা শিডিউল করতে পেরেছি। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যাক্তি … আমি তোমাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারব না! আপনারা জানেন আপনারা কী।’

নারী দিবসের সন্ধেবালায় সোনাক্ষী সিনহার নতুন ওয়েব সিরিজের ফার্স্ট লুক রিলিজ করবে অ্যামাজন প্রাইম। সিরিজটি পরিচালনা করছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়।

 

 

এর আগে অ্যামাজন প্রাইমে ‘মেড ইন হেভেন’ বানিয়েছিলেন রিমা। সিরিজটি প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার (এক্সেল মিডিয়া) এবং জোয়া আখতার এবং রিমা কাগতি (টাইগার বেবি)। এক্সেল মিডিয়া এর আগে অ্যামাজনে ‘মির্জাপুর’, ‘মেড ইন হেভেন’ বানিয়েছে। এই সিরিজে সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন বিজয় বর্মা, গুলশন দেভাইয়াহ, সোহম শাহ এবং আরও অনেকে। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় এ বছর শেষে মুক্তি পেতে চলেছে ‘ফলেন’।

 

Next Article