সোনামণির ‘শুভ বিবাহ’, পাত্র কিন্তু প্রতীক নন, তা হলে কে?

Sneha Sengupta |

May 24, 2024 | 9:50 PM

Sona Moni Saha: কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন সোনামণি। 'দেবী চৌধুরানি'র চরিত্র থেকে শুরু করে 'মোহর'-- সোনামণি অভিনীত চরিত্রগুলি আজও মনে রেখে দিয়েছেন দর্শক। এবার তাঁকে দেখা যাবে আরও একটি পরিণত চরিত্রে। ধারাবাহিকের নাম 'শুভবিবাহ'।

সোনামণির শুভ বিবাহ, পাত্র কিন্তু প্রতীক নন, তা হলে কে?
সোনামণি সাহা।

Follow Us

সোনামণি সাহা। মাসখানেক আগে বাংলা ধারাবাহিকের দর্শক তাঁকে দেখেছেন রাধিকার চরিত্রে। রাধিকা মজুমদার। ধারাবাহিকের নায়িকা। ধারাবাহিক শেষ হওয়ার ঠিক পরপরই সোনামণিকে আর দেখা যাচ্ছিল না কোনও প্রজেক্টে কিংবা কোনও সিরিয়ালে। কয়েক মাসের একটা লম্বা বিরতি নিয়েছিলেন সোনামণি। তারপর ফিরে এলেন বীরদর্পে। কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন সোনামণি। ‘দেবী চৌধুরানি’র চরিত্র থেকে শুরু করে ‘মোহর’– সোনামণি অভিনীত চরিত্রগুলি আজও মনে রেখে দিয়েছেন দর্শক। এবার তাঁকে দেখা যাবে আরও একটি পরিণত চরিত্রে। ধারাবাহিকের নাম ‘শুভবিবাহ’।

‘শুভবিবাহ’ ধারাবাহিকে সোনামণিকে দেখা যাবে প্রধান চরিত্রে। ‘শুভবিবাহ’টি তাঁরই। এখানে একটা টুইস্ট আছে। ধারাবাহিকে তাঁর আরও একবার বিয়ে হয়ে গিয়েছিল। সে ডিভোর্সি। ডিভোর্সি হলে আবারও কী জীবন শুরু করতে পারে কোনও নারী? এমন নানা প্রশ্ন তুলবে ধারাবাহিকটি। আধুনিক দিনের গল্প। দ্বিতীয় বিবাহ একজন মহিলাকে কতখানি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করে তা নিয়েই গল্প। ধারাবাহিকে সোনামণির বিপরীতে কাস্ট করা হয়েছে অভিনেতা হানি বাফনাকে।

Next Article