‘বুকে ছিটকে আসে ই-সিগারেট’, সোনুর কনসার্টে এ কী ঘটল?

Mar 26, 2025 | 5:37 PM

Sonu Nigam: গত কয়েকদিন ধরে তাঁর কনসার্ট ঘিরে নানা অপ্রীতিকর ঘটনা সামনে উঠে আসতে দেখা যাচ্ছে। তালিকা থেকে বাদ পড়ল না রাজধানীও। দিল্লির এক কনসার্টে নাকি তাঁকে লক্ষ্য করে নানা জিনিস ছুঁড়ে মারা হয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক।

বুকে ছিটকে আসে ই-সিগারেট, সোনুর কনসার্টে এ কী ঘটল?

Follow Us

গত ২৪ ঘণ্টায় খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন গায়ক সোনু নিগম। সৌজন্যে তাঁর কনসার্ট ঘিরে বিভ্রাট। সোনু নিগম বরাবরই শ্রোতাদের মন জয় করে এসেছেন একের পর এক হিট গান উপহার দিয়ে। যদিও গত কয়েকদিন ধরে তাঁর কনসার্ট ঘিরে নানা অপ্রীতিকর ঘটনা সামনে উঠে আসতে দেখা যাচ্ছে। তালিকা থেকে বাদ পড়ল না রাজধানীও। দিল্লির এক কনসার্টে নাকি তাঁকে লক্ষ্য করে নানা জিনিস ছুঁড়ে মারা হয়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক।

দিল্লিতে ঠিক কী ঘটে?

দিল্লি টেকনোলজিক্যাল বিশ্ববিদ্য়ালয়ের ফেস্টের মঞ্চে গান গাইছিলেন সোনু। হঠাৎই দেখলেন, দর্শকের দিক থেকে মঞ্চে উড়ে আসছে পাথর, জলের বোতল। মঞ্চ প্রায় ভরে গেল পাথরে। প্রথমটায় ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন সোনু। মঞ্চের পিছন দিকে গিয়ে মাইকে বলতে শুরু করেন– আপনারা এমন কেন করছেন? আমি তো আপনাদের আনন্দ দিতে এসেছি। দয়া করে এটা বন্ধ করুন।

এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সোনু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, ‘কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে যে শো চলাকালীন বোতল ও পাথর নিক্ষেপ করা হয়েছিল। এমন কিছুই হয়নি। কেউ একটি ভেপ (ই-সিগারেট) নিক্ষেপ করেছিল যা শুভঙ্করের বুকে লেগেছিল। আমি যখনই জেনেছিলাম, তখনই শো থামিয়ে বলেছিলাম যে যদি আবার এমন হয়, তাহলে শো বন্ধ করে দেওয়া হবে।’

Next Article