Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আত্মজীবনী লিখছেন সোনু নিগম, খুব শীঘ্রই প্রকাশ পাবে সেই বই

আত্মজীবনী লিখছেন সোনু নিগম। জর্জ বার্নাড শ একবার বলেছিলেন, “সমস্ত আত্মজীবনীই মিথ্যে।” এই কথার তাৎপর্য মর্মে মর্মে এখন বুঝতে পারছেন তিনি।

আত্মজীবনী লিখছেন সোনু নিগম, খুব শীঘ্রই প্রকাশ পাবে সেই বই
সোনু নিগম
Follow Us:
| Updated on: Mar 10, 2021 | 6:59 PM

সোনু নিগম। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। এবার সোনু নিগম একেবারে নতুন ভূমিকায়। তিনি আত্মজীবনী লিখছেন। এই বছরের শেষে তাঁর আত্মজীবনী প্রকাশ পাবে, এমনটাই জানিয়েছে প্রকাশনা সংস্থা ব্লুমসবারি ইন্ডিয়া। জীবনের অনেক অজানা কাহিনি তিনি লিখবেন এই বইতে। তবে বই-এর কী নাম দেবেন তা এখনও ঠিক করেননি তিনি।

সোনু নিগম জানিয়েছেন আত্মজীবনী লেখা তাঁর কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। তিনি বলেছেন, “আমি যখন আত্মজীবনী লিখছি, আমার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যাচ্ছিল। আমার এই গান-জীবন, কর্মজীবন, নষ্ট জীবন,আধ্যাত্মিক জীবন– এতোগুলো সত্ত্বাকে শব্দের জালে বেঁধে ফেলা খুবই কঠিন। কিন্তু আমি জানি, আমার সাহস এবং তেজ আমাকে ঠিক লিখিয়ে নেবে। আপনারা আমার পাশে থাকুন।”

সোনু নিগমের গান-জীবন শুরু ১৯৯২ সাল থেকে। তাঁর প্রথম গান ‘আজা মেরি জান’ ছবির ‘ও আসমা ওয়ালে’ বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সোনুকে। একের পর এক হিট গান তিনি আমাদের দিয়েছেন। ‘কাল হো না হো’, ‘সাথিয়া’, ‘ইয়ে দিল দিওয়ানা’-র গান ঝড় তুলেছিল গোটা দেশে।

আরও পড়ুন :বাফটা ২০২১: সেরা অভিনেতার মনোনয়ন পেলেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির জন্য

সোনু নিগম জানিয়েছেন আত্মজীবনী লেখা মোটেই সহজ কাজ নয়। তিনি বলেছেন, “কতটুকু লিখব আর কতটুকু লিখব না এই সিদ্ধান্ত নেওয়াটা খুব শক্ত।” তিনি আরও জানিয়েছেন জর্জ বার্নাড শ একবার বলেছিলেন, “সমস্ত আত্মজীবনীই মিথ্যে।” এই কথার তাৎপর্য মর্মে মর্মে এখন বুঝতে পারছেন তিনি। সোনু বলেন, “আমি কোনও দিন ভাবিনি আমাকেও একদিন আত্মজীবনী লিখতে হবে, আর এই কঠিন পরিস্থির মধ্যে আমাকেও পরতে হবে।”