বাফটা ২০২১: সেরা অভিনেতার মনোনয়ন পেলেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির জন্য

বিশ্ব সিনেমার জগতে ‘বাফটা’-র মত মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনয়ন পেয়ে খুবই খুশি ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব।শুধু সেরা অভিনেতা বিভাগে নয়, সেরা চিত্রনাট্য বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’।

বাফটা ২০২১: সেরা অভিনেতার মনোনয়ন পেলেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব ‘দ্য হোয়াইট টাইগার’ ছবির জন্য
আদর্শ গৌরব
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2021 | 5:23 PM

ভারতীয় সিনেমার জন্য সুখবর। এবছর ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) পুরস্কারের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হলেন ভারতীয় অভিনেতা আদর্শ গৌরব। পরিচালক রামিন বহেরিন-এর ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ অসাধারণ অভিনয়ের জন্য ‘বাফটা ২০২১’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন তিনি।

‘বাফটা ২০২১’ গতকাল সমস্ত বিভাগের মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করে। সেখানেই জ্বল জ্বল করতে থাকে এই ভারতীয় অভিনেতার নাম। দ্য হোয়াইট টাইগার’-এ আদর্শ গৌরব এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ‘বলরাম’। সমাজে মূল স্রোতের বিপরীতে হেঁটে নিজেকে প্রতিষ্ঠিত করে সে। এই ছবিতে আদর্শ গৌরব-এর সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রাজকুমার রাও।

বিশ্ব সিনেমার জগতে ‘বাফটা’-র মত মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনয়ন পেয়ে খুবই খুশি আদর্শ গৌরব। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথা তিনি জানিয়েওছেন। পরিচালককে ধন্যবাদও দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ সত্যি এটা ঘটল! ধন্যবাদ পরিচালক রামিনকে আমার ওপর ভরসা করে এরকম একটা চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য।” তিনি বাকি মনোনীত সহ-অভিনেতাদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে লড়াই করতে হবে আদর্শকে। এঁরা হলেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান, রিজ আহমেদ, অ্যান্টনি হপকিন্স এবং তাহার রহিম।

আরও খুশির খবর, শুধু সেরা অভিনেতা বিভাগে নয়, সেরা চিত্রনাট্য বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘দ্য হোয়াইট টাইগার’। স্বাভাবিকভাবেই খুব খুশি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তিনি এই ছবিতে অভিনয় ছাড়াও কার্যনির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছেন। প্রিয়াঙ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন :‘ভারী চেহারা নিয়ে সমালোচনা হত’, বডি শেমিং নিয়ে মুখ খুললেন বিদ্যা

লণ্ডনের রয়্যাল অ্যালর্বাট হলে ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ‘বাফটা ২০২১’।