এই এক শর্তের বিনিময়েই দরিদ্র পরিবারকে সেলাই মেশিন দেওয়ার অঙ্গীকার সোনুর

Mar 30, 2021 | 11:48 PM

বিশাল কুমার মাহাতো নামে এক টুইটার ব্যবহারকারী মঙ্গলবার সোনুকে উদ্দেশ্য করে এক হতদরিদ্র পরিবারের ছবি পোস্ট করে লেখেন, “স্যর, আজ এই পরিবারের সদস্যরা আপনার থেকে সাহায্য চায়। এদের সংসার চলছে না। একটা সেলাই মেশিন যদি ওরা পেয়ে যায় তবে বাড়ির মেয়ে-বউরা সংসার চালাতে পারে।" সোনুর চোখ এড়ায়নি সেই পোস্ট।

এই এক শর্তের বিনিময়েই দরিদ্র পরিবারকে সেলাই মেশিন দেওয়ার অঙ্গীকার সোনুর
সোনু সুদ।

Follow Us

সোনু সুদ। লকডাউন যাকে নতুন আখ্যা দিয়েছে ‘মসিহা’ নামে। এ বার সোনু সুদের কাছে নতুন আবদার এক ভক্তের। চাওয়া হল সেলাই মেশিন। দিতে রাজিও হলেন সোনু। তবে অভিনেতার একটি শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ করতে পারলেই সেলাই মেশিন দেবেন বলে জানান সোনু।

বিশাল কুমার মাহাতো নামে এক টুইটার ব্যবহারকারী মঙ্গলবার সোনুকে উদ্দেশ্য করে এক হতদরিদ্র পরিবারের ছবি পোস্ট করে লেখেন, “স্যর, আজ এই পরিবারের সদস্যরা আপনার থেকে সাহায্য চায়। এদের সংসার চলছে না। একটা সেলাই মেশিন যদি ওরা পেয়ে যায় তবে বাড়ির মেয়ে-বউরা সংসার চালাতে পারে।” সোনুর চোখ এড়ায়নি সেই পোস্ট।

 


তিনিও ওই টুইট শেয়ার করে পাল্টা লেখেন, “শুক্রবারের মধ্যে পৌঁছে যাবে মেশিন। তবে প্রথম পোশাক কিন্তু আমাকেই সেলাই করে দিতে হবে।” আরও একবার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোনুর প্রশংসায় নেটিজেনরা। লকডাউনের মাঝে পরিযায়ী শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি পাঠানো থেকে শুরু করে, বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা… সব কিছুই একা হাতে সামলিয়েছেন সোনু। সরেজমিনে মেপে তদারকি করেছেন খুঁটিনাটি প্রতিটি বিষয়ের। আর দেশবাসীও অচিরেই ভালবেসে ফেলেছে সিনেমার ‘খলনায়ক’ সোনুকে।

 

 

 

Next Article