
অঙ্কুশ, মিমি, উর্বশীর পর এবার ইডির সমন পেলেন বলিউডের মসিহা সোনু সুদ। অবৈধ বেটিং অ্য়াপ মামলাতেই ইডির সমন পেলেন সোনু।
গতকাল এই মামলায় দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের তলবে সাড়া দিয়ে মঙ্গলবার ইডি অফিসে গিয়েছেন অঙ্কুশ। এদিন হাজিরা দেওয়ার কথা উর্বশী রাওতেলারও। আর এবার অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জন্য ইডির নজর সোনু সুদের। সূত্রের খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে অভিনেতাকে হাজিরা দিতে হবে। জানা গিয়েছে, যুবরাজ সিং-কেও তলব করা হয়েছে।
বাংলার ক্ষেত্রে দেখা গিয়েছে, মিমি ও অঙ্কুশ তাঁরা প্রত্যেকেই এই অ্যাপের অ্যাড করেছিলেন। সোমবার সকাল ১১ টা থেকে মিমিকে জেরা করা হচ্ছে, অঙ্কুশকে আগামিকাল সকাল ১১টায় ডাকা হয়েছে। অঙ্কুশ ছাড়াও বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করা হয়েছে। এর পাশাপাশি সুরেশ রায়না, শিখর ধাওয়ান দুই বিখ্যাত ক্রিকেটারকেও তলব করা হয়েছিল। গত মাসেই তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, রায়নাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অ্যাপের মালিকরা কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, অর্থ প্রদানের পদ্ধতি কী ছিল, এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কী ছিল। শিখর ধাওয়ানকেও একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্রের খবর, এই সংস্থার তরফ থেকে যাঁরা যাঁরা টাকা পেয়েছেন, কোন কোন অফিসার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা। অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন, বিতর্কিত বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে নির্দিষ্ট বিনিয়োগের মাধ্যমে যুক্ত থাকতে পারেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁদের এই সংযোগ, আর্থিক লেনদেন এবং আইন লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।