সিনেমাহলে মুক্তি পাবে ‘সূর্যবংশী’, চলছে এগজ়িবিটরের সঙ্গে আলোচনা

শুভঙ্কর চক্রবর্তী |

Jan 31, 2021 | 6:54 PM

রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিং অভিনীত ছবি ‘সূর্যবংশী’ সিনেমাহলে মুক্তি পাওয়ার অপেক্ষায় ছিল।

Follow Us

পরিচালক রোহিত শেট্টি এবং রিলায়েন্স কমিউনিকেশেন, অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিকে সিনেমাহলে রিলিজের চেষ্টা চালাচ্ছেন। এগজ়িবিটরের সঙ্গে নিয়মিত আলোচনাও চালাচ্ছে নির্মাতারা। গতকাল, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকায় জানানে হয় ১০০ শতাংশ দর্শক নিয়ে খোলা হবে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। এবং তারপর থেকেই খুশির হাওয়া বলিউড-টলিউডে। বাণিজ্যমহল থেকে প্রযোজক, দর্শক থেকে পরিচালক সবার মন এ আনন্দের খবরে মেতেছে। রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিং অভিনীত ছবি ‘সূর্যবংশী’ সিনেমাহলে রিলিজের অপেক্ষায় ছিল। গুড ফ্রাইডে কিংবা দোলের সময় রিলিজও হতে পারে ছবি।

 

 

শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরে পরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবি রিলিজ নিয়ে দেশের মাল্টিপ্লেক্স-সিঙ্গল স্ক্রিন অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। সূত্রের খবর, “রোহিত বরাবর বড় পর্দার বিনোদনে বিশ্বাসী এবং এ কারণে ওটিটি প্ল্যাটফর্মের একাধিক অফার থাকা সত্ত্বেও গোটা এক বছর ধরে তিনি সিনেমাহলের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন। আজও, একটি নয় দু’দুটি ওটিটি প্ল্যাটফর্মের থেকে বড় অফার তাঁর কাছে রয়েছে। তবে তিনি চান পুলিশদের নিয়ে এই ফিল্ম সিনেমাহলেই মুক্তি পাক যেন এগজ়িবিটররাও ব্যবসা করতে পারেন।”

 

 

এও খবর কিছুদিনের মধ্যেই জানা যাবে ছবির রিলিজের তারিখ তবে তার আগে অংশীদারদের সহমত হতে হবে। করোনা কারণে ‘সূর্যবংশী’র মুক্তি পিছিয়ে যাওয়ায় বেশ কিছু ক্ষতি হয়েছে তাই দেশের হলমালিকদের কাছে সাহায্যের আশা করছেন নির্মাতারা। তাই থিয়েট্রিক্যাল শেয়ার, ওটিটি, ভিপিএফ এসব নিয়েই সিনেমাহলে মুক্তির পথ খুঁজছেন রোহিত এবং রিলায়েন্স টিম।

পরিচালক রোহিত শেট্টি এবং রিলায়েন্স কমিউনিকেশেন, অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিকে সিনেমাহলে রিলিজের চেষ্টা চালাচ্ছেন। এগজ়িবিটরের সঙ্গে নিয়মিত আলোচনাও চালাচ্ছে নির্মাতারা। গতকাল, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকায় জানানে হয় ১০০ শতাংশ দর্শক নিয়ে খোলা হবে সিনেমাহল, থিয়েটার, মাল্টিপ্লেক্স। এবং তারপর থেকেই খুশির হাওয়া বলিউড-টলিউডে। বাণিজ্যমহল থেকে প্রযোজক, দর্শক থেকে পরিচালক সবার মন এ আনন্দের খবরে মেতেছে। রোহিত শেট্টি পরিচালিত এবং অক্ষয় কুমার, অজয় দেবগণ এবং রণবীর সিং অভিনীত ছবি ‘সূর্যবংশী’ সিনেমাহলে রিলিজের অপেক্ষায় ছিল। গুড ফ্রাইডে কিংবা দোলের সময় রিলিজও হতে পারে ছবি।

 

 

শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরে পরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবি রিলিজ নিয়ে দেশের মাল্টিপ্লেক্স-সিঙ্গল স্ক্রিন অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। সূত্রের খবর, “রোহিত বরাবর বড় পর্দার বিনোদনে বিশ্বাসী এবং এ কারণে ওটিটি প্ল্যাটফর্মের একাধিক অফার থাকা সত্ত্বেও গোটা এক বছর ধরে তিনি সিনেমাহলের ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন। আজও, একটি নয় দু’দুটি ওটিটি প্ল্যাটফর্মের থেকে বড় অফার তাঁর কাছে রয়েছে। তবে তিনি চান পুলিশদের নিয়ে এই ফিল্ম সিনেমাহলেই মুক্তি পাক যেন এগজ়িবিটররাও ব্যবসা করতে পারেন।”

 

 

এও খবর কিছুদিনের মধ্যেই জানা যাবে ছবির রিলিজের তারিখ তবে তার আগে অংশীদারদের সহমত হতে হবে। করোনা কারণে ‘সূর্যবংশী’র মুক্তি পিছিয়ে যাওয়ায় বেশ কিছু ক্ষতি হয়েছে তাই দেশের হলমালিকদের কাছে সাহায্যের আশা করছেন নির্মাতারা। তাই থিয়েট্রিক্যাল শেয়ার, ওটিটি, ভিপিএফ এসব নিয়েই সিনেমাহলে মুক্তির পথ খুঁজছেন রোহিত এবং রিলায়েন্স টিম।

Next Article