মা বুঝতেই পারলেন না! শহর ছাড়ল মেয়ে সৌমিতৃষা? এ কী কাণ্ড….

Jul 18, 2024 | 6:53 PM

Soumitrisha Kundu: সৌমিতৃষাকে নিয়ে ভক্তমনে দিন-দিন কৌতুহল যেন বেড়েই চলেছে। এরপর কোনও অভিনেতা, কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছে, সেই প্রশ্ন নিত্য সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিচ্ছে। তবে কাজ নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে।

মা বুঝতেই পারলেন না! শহর ছাড়ল মেয়ে সৌমিতৃষা? এ কী কাণ্ড....

Follow Us

সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিক থেকে তাঁর রাজত্ব শুরু। দারুণ অভিনয়ের মাধ্যমে দর্শক মনে রাতারাতি জায়গা করে নেওয়া অভিনেত্রী এখন বড়পর্দায় ঝড় তুলেছেন। দেবের বিপরীতে প্রথম ডেবিউ, প্রধান ছবির রুমি চরিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করে। ব্যক্তিজীবন নিয়েও বেশ খোলামেলা তিনি। মন খুলে কথা বলতে বরাবরই পছন্দ করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন পোস্টও করে থাকেন। সৌমিতৃষাকে নিয়ে ভক্তমনে দিন-দিন কৌতুহল যেন বেড়েই চলেছে। এরপর কোনও অভিনেতা, কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছে, সেই প্রশ্ন নিত্য সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিচ্ছে। তবে কাজ নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে।

কোনও জল্পনাতেই কান দেন না। যতক্ষণ না পর্যন্ত তাঁর কাজ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি এই নিয়ে কোনও কথায় বলেন না। ফলে সেই সময়টুকু ভক্তরা তাঁর সোশ্যাল মিডিয়াতেই চোখ রেখে থাকেন। সেখানেই এবার এক মজার পোস্ট নজর কাড়ল। মা-বাবার প্রিয় মেয়ে মা কে না জানিয়েই শহর ছাড়লেন? একটি পোস্টে তাঁকে লিখলে দেখা গেল, মেয়ে খন চটি পরে বেরিয়ে যায়, তখন মা ভেবে থাকেন, চটি পরে গিয়েছে, এক ঘণ্টা বাড়ি ফিরবে। কিন্তু সৌমিতৃষা সেই চটি পায়ে গলিয়েই বিমানে বসে পড়েন।

না, একেবারেই এ কথা সত্যি নয় যে সে মাকে না বলে কোনও কাজ করে থাকে। বরং নেহাতই মজা করতে এই পোস্ট। সম্প্রতি সে পাড়ি দিয়েছিল দার্জিলিং-এ আগামী ছবির বাকি অংশ শুট করতে। আর তখনই বিমান থেকে তোলা ছোট্ট এই ক্লিপিং শেয়ার করে মজার পোস্ট করেন তিনি। যদিও তাঁর সেই যাওয়ার কথা পরিবার থেকে ভক্তরা, সকলেই জানতেন। রসিক অভিনেত্রীর শুধুই মাত্র একটি খামখেয়ালি পোস্ট ছাড়া কিছুই নয়।

Next Article