আদৃতের সঙ্গে সব শেষ? অকপট সৌমিতৃষা, ‘ওর সঙ্গে আমার…’
Soumitrisha kundu: চুপ ছিলেন দু'জনেই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আদৃতকে নিয়ে অকপট সৌমিতৃষা। তাঁর অবশ্য দাবি, আদৃতের সঙ্গে কোনওদিনই সমস্যা ছিল না তাঁর।

একসময় তাঁরা ছিলেন প্রিয় বন্ধু। টেলিপাড়ার স্টুডিয়োতে কান পাতলে আজও শোনা যায়, শুধু বন্ধুত্ব নয়। তাঁরা নাকি ছিলেন বন্ধুর চেয়েও খানিক বেশি। দিন বদলায়। বদলায় সম্পর্কের সমীকরণও। কথা হচ্ছে আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডু। একদা জনপ্রিয় এই জুটির সম্পর্কে নাকি কিছু সময় ধরেই কিছুই ঠিক নেই! শোনা যায় তেমনটাই। সম্প্রতি আদৃত রায়ের বিয়েতেও দেখা যায়নি সৌমিতৃষাকে। তাঁকে আদপে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
চুপ ছিলেন দু’জনেই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আদৃতকে নিয়ে অকপট সৌমিতৃষা। তাঁর অবশ্য দাবি, আদৃতের সঙ্গে কোনওদিনই সমস্যা ছিল না তাঁর। তাঁর কথায়, “মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।” প্রসঙ্গত, আদৃত ও কৌশাম্বীর বিয়েতে সৌমিতৃষা ছাড়া হাজির ছিলেন মিঠাই পরিবারের প্রায় সকলেই। তাঁর অনুপস্থিতি নিয়ে কম আলোচনা হয়নি। আদৃতের বিয়ের কিছুদিন পর সামাজিক মাধ্যমে এক ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন সৌমিতৃষা। পোস্টে লেখা, “কোনও কিছু না ঘটিয়ে আমি কীভাবে যেন স্পটলাইটে চলে আসি।” এখানেই শেষ নয়, চোখ টেপার এক ইমোজি শেয়ার করে তিনি আরও লেখেন, ” জানেনই তো।”
View this post on Instagram
এ তো গেল ব্যক্তিগত জীবনের কথা। পেশাগত জীবনেও এই মুহূর্তে দারুণ উন্নতি করছেন সৌমিতৃষা। কিছু দিন আগেই দেবের হিরোইন হয়েছেন। এবার সৌরভ দাসের হিরোইন হিসেবে দেখা যাবে তাঁকে। ছবির নাম ১০ জুন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ছবির শুটিং।





