AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘না, দেবদা ডাকেননি, তবে আমি…’, রাজনীতিতে নামতে চলেছেন সৌমিতৃষা?

Soumitrisha-Dev: প্রধান ছবি দিয়েই তাঁর হাতেখড়ি হয় বড়পর্দায়। এরপর ১০ই জুন। সৌমিতৃষা যেমন দর্শক মহলে সকলের পছন্দের, ঠিক তেমনই তিনি আবার সিনেদুনিয়ার সকলের ভীষণ স্নেহের। 

'না, দেবদা ডাকেননি, তবে আমি...', রাজনীতিতে নামতে চলেছেন সৌমিতৃষা?
| Updated on: Jun 11, 2024 | 2:17 PM
Share

সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দা থেকে সরে এখন তিনি বড় পর্দার নায়িকা। প্রধান ছবি দিয়ে তিনি পর্দায় প্রথম সামনে এসেছেন। দেবের বিপরীতে তাঁকে দেখা যায় রুমির চরিত্রে। প্রথম  ছবিতেই সকলের মন জয় করেছেন তিনি। তবে এটাই প্রথম ছবি হওয়ার কথা ছিল না, তার আগে সৌমিতৃষার ঝুলিতে ছিল বাঘাযতীন ছবির প্রস্তাব, ছিল বুমেরাং ছবির প্রস্তাবও। তবে কোথাও গিয়ে যেন সৌমি তা নিয়ে বিন্দুমাত্র পিছন ফিরে তাকাতে রাজি নন। কারণ তাঁর তৎকালীন ধারাবাহিকের জন্য তিনি প্রস্তাব গ্রহণ করে উঠতে পারেননি। যে কাজটা তিনি করেন, চেষ্টা করেন, সেটাকেই আগে গুরুত্ব দিতে। ফলে সেই সময় সৌমিতৃষার কাছে মিঠাই ধারাবাহিক ছিল তাঁর কেরিয়ারের অন্যতম যাত্রা। ফলে মাঝ পথে সেই চরিত্রকে তিনি ছেড়ে বেরিয়ে আসতে চাননি। ফলে প্রধান ছবি দিয়েই তাঁর হাতেখড়ি হয় বড়পর্দায়। এরপর ১০ই জুন। সৌমিতৃষা যেমন দর্শক মহলে সকলের পছন্দের, ঠিক তেমনই তিনি আবার সিনেদুনিয়ার সকলের ভীষণ স্নেহের।

সম্প্রতি তাঁকে রাজ চক্রবর্তীর সঙ্গে প্রচারের ময়দানে দেখা যায়। তৃণমূলের ডাকে তিনি অতীতেও সাড়া দিয়েছেন। তবে দেবের প্রচারে দেখা গেল না সৌমিকে। কেন? দেব ডাকেননি? উত্তরে TV9 বাংলাকে হাসতে হাসতে তিনি বলেন, ”না, দেবদা ডাকেননি। তবে বড্ড গরম ছিল তো, সেই কারণেই হবে। অনেকটা যেতেও হত আমায়। দাদা এসব বিষয়গুলো ভাবেন। আর রাজদারটা কাছাকাছির মধ্যে গিয়েছিলাম। আমার কাছে দেবদা, রাজদা ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে কোথাও যেন এক অভিভাবক স্বরূপ। যখন কিছু সমস্যা হয়, সঠিক উপদেশটা তাঁদের থেকে পেয়ে থাকি। আমার গাইড।” দেব জেতার পর ফোন করেছিলেন? সৌমির কথায় ”আজ থেকে ১০ বছর আগে যখন দেবদা জিতেছিলেন, তখন আমি টিভির পর্দায় আসিনি, তখন আমি শুধুই ওনার ফ্যান। ভক্ত। আমি সেদিনও শুভেচ্ছা জানিয়েছিলাম মনে মনে। কারণ তখন আমার ক্ষমতা ছিল না, আমার শুভেচ্ছাবার্তাটা তাঁর কাছে পৌঁছে দিতে পারি। এবার দাদা জিততেই আমি শুভেচ্ছা জানিয়েছি। আসলে এখন আমি তাঁর ছবির নায়িকা, কিন্তু আমি বরাবরই তাঁর ভক্ত ছিলাম, আছি, থাকব। ”

রাজনীতির ময়দানে আসার সুযোগ যদি আসে কী করবেন? সৌমির কথায়, ”কেউ যদি আমায় এর যোগ্য বলে মনে করেন, তবে নিশ্চয়ই করব। মানুষের সেবা করার জন্য আমি আছি। আমি কেন, সকলেরই থাকা উচিত। কোনও পদ ছাড়াও মানুষের বিপদে পাশে দাঁড়ানো যায়। পদ থাকলে অনেকটা এগিয়ে থাকা যায়, যে আমি যেটা করতে চাইছি, হয়তো সেটা একটু তাড়াতাড়ি করে দিতে পারব। এর বাইরে আর কিছু নয়। তবে সত্যি রাজনীতি করতে চাই কি না, তা আমি এখনও ভেবে দেখিনি।”