
শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। এই ছবি নিয়ে প্রথম থেকেই বিতর্ক। আর সেই বিতর্কে বারুদ পড়েছিল কলকাতা শহরে দ্য বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায়। এই বিতর্কের লেজুর হয়েছিল এক সাক্ষাৎকারে শাশ্বতর এক মন্তব্য। যেখানে তিনি জানিয়ে ছিলেন, ছবি শুটিংয়ের সময় ছবির গল্প এবং নাম বদল সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। এর উত্তরে অবশ্য শাশ্বতকে শুনতে হয়েছিল ‘ভীতু’ সম্বোধন। যা করেছিলেন বিবেক ও বিবেকের স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশি। তবে শুধুই শাশ্বত নয়, বিবেকের ‘দ্য বেঙ্গল ফাইল’স ছবিতে গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করে বিতর্কের মুখে পড়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস।
এবার সেই সৌরভই পৌঁছে গেলেন বিবেক অগ্নিহোত্রীর বাড়িতে। সম্প্রতি পিঙ্কভিলার ক্যামেরায় ধরা পড়েছে, বিবেকের সঙ্গে আড্ডায় মেতেছেন সৌরভ। এমনকী, বিবেকের সঙ্গে সাক্ষাত হতেই তাঁর পা ছুঁয়ে নমস্কারও করেছেন টলিউডের মন্টু পাইলট। সৌরভকে কাছে টেনে পিঙ্কভিলাকে বিবেক জানিয়েছেন, ‘সৌরভ দাস বাংলার সুপারস্টার। দারুণ অভিনেতা। ও বিবাহিত হলেও, বাংলায় গিয়ে যত মেয়েদের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে, সবাই বলেছে, সৌরভকে আমার ছবিতে নিয়মিত কাস্ট করতে।”’
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বাড়িতে সৌরভ দাস। Photo Credit: YouTube/Pinkvilla
তবে সৌরভ সব বিতর্ককে ইতি দিয়ে, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি টিভি ৯ বাংলাকে জানিয়ে ছিলেন, ” ছবিতে কোন চরিত্রে অভিনয় করতে হবে, তা আমি জানতাম। তবে গোটা ছবির চিত্রনাট্য সম্পর্কে আমার কোনও ধারণা ছিল না। এখন এভাবেই কাজ হয়। নিজের চরিত্র সম্পর্কেই অভিনেতাদের অবগত করানো হয়। গোপাল পাঁঠার চরিত্র খুবই স্ট্রং। তার উপর এটা একটা বলিউড ছবি। বিভিন্ন প্রান্তের অভিনেতারা এখানে কাজ করছেন।” টিভি ৯ বাংলাকে সৌরভ আরও জানিয়ে ছিলেন, ” যদি আমি হিটলারের চরিত্রে অভিনয় করি, তার মানে এই নয় যে আমি নাৎজ্জিদের সমর্থন করি।”