Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের সাত বছর, ছেলের জন্মদিন, জোড়া সেলিব্রেশন সৌরভের বাড়িতে

পর্দায় তিনি পরিচিত 'রামকৃষ্ণ' হিসেবে। তাঁর অভিনয়শৈলী ইতিমধ্যেই ঘায়েল করেছে শতশত সিনেপ্রেমীদের। রিয়েল লাইফে সৌরভ সাহা কিন্তু আদ্যপান্ত সংসারী।

বিয়ের সাত বছর, ছেলের জন্মদিন, জোড়া সেলিব্রেশন সৌরভের বাড়িতে
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 7:09 PM

পর্দায় তিনি পরিচিত ‘রামকৃষ্ণ’ হিসেবে। তাঁর অভিনয়শৈলী ইতিমধ্যেই ঘায়েল করেছে শতশত সিনেপ্রেমীদের। রিয়েল লাইফে সৌরভ সাহা কিন্তু আদ্যপান্ত সংসারী। এ হেন মানুষের জীবনে যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দের দুটি ঘটনা একই দিনে ঘটে থাকে তখন সেলিব্রেশনও যে ডাবল হয় তা হয়তো বলার অপেক্ষা রাখে না।

রবিবার ছিল সৌরভের বিয়ের সাত বছর পূর্তি এবং একইসঙ্গে একমাত্র সন্তান স্বর্ণাভ’রও তিন বছরের জন্মদিন। ব্যস্ত শিডিঊল থেকে সময় বার করে গোটা দিনটাই সৌরভ কাটালেন পরিবারের সঙ্গে। বাড়ি সাজান হয়েছিল বেলুনে। এসেছিল তিন-তিনটে কেক। ছেলে এবং স্ত্রী সুস্মিতাকে নিয়ে কেক কাটলেন তিনি। ঘরোয়া সেলিব্রেশনে উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠরাও। এখানেই শেষ নয়, স্ত্রী সুস্মিতাও এই বিশেষ দিনে তাঁর জীবনের দুই প্রিয় মানুষের জন্য একটিও পোস্টও করেছিলেন ফেসবুকে। সুস্মিতা লিখেছিলেন, “জীবনের সবচেয়ে স্পেশাল দিন এটা। আমার ভালবাসার সাত বছর। একই সঙ্গে আমার সন্তানেরও জন্মদিন। আমার অ্যানিভারসারিতে তুই-ই আমার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার।”

sourav saha

স্ত্রী সুস্মিতার সঙ্গে সৌরভের কিন্তু প্রেমের বিয়ে

আরও পড়ুন- ৪২-এ প্রিয় বন্ধুকে বিয়ে, সেকেন্ড ইনিংস শুরু করছেন এই গায়িকা

স্ত্রী সুস্মিতার সঙ্গে সৌরভের কিন্তু প্রেমের বিয়ে। সৌরভ একবার জানিয়েছিলেন, ‘কে তুমি নন্দিনী’ ধারাবাহিক থেকেই তাঁদের প্রথম পরিচয় হয়। সুস্মিতাও ওই ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সেখান থেকেই প্রেম, বন্ধুত্ব এবং বিয়ে। সৌরভ মফঃস্বলের ছেলে। ‘সাধক বামাক্ষ্যাপা’, ‘কে তুমি নন্দিনী’ সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করার পর তাঁর বড় ব্রেক বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’তে রামকৃষ্ণর ভূমিকায়। প্রথম দিন থেকেই ওই চরিত্রে বাজিমাত করে চলেছেন তিনি। তাঁর ভক্তসংখ্যাও নেহাতই কম নয়।