ভিলেনের কানে ১০ লাখি ফোন! ‘পুষ্পা’ স্টারের স্টাইল দেখে হতবাক অনুরাগীরা

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। অভিনেতা ফাহাদ ফজিল ভিলেন হিসেবে দারুণ জনপ্রিয় বলিউডে।

ভিলেনের কানে ১০ লাখি ফোন! পুষ্পা স্টারের স্টাইল দেখে হতবাক অনুরাগীরা

|

Jul 17, 2025 | 7:50 PM

ভিলেন বলে কি স্টাইল থাকতে পারে না! তাঁর কপালে কি শুধুই থাকবে নায়কের মারধর? এমন ভাবনায় একেবারে জল ঢালতে এবার হাজির জনপ্রিয় খলনায়ক ফাহাদ ফজিল। হ্যাঁ, সম্প্রতি অনুরাগীদের বুঝিয়ে দিলেন, তিনিও কোনও নায়কের থেকে কম নয়!

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। অভিনেতা ফাহাদ ফজিল ভিলেন হিসেবে দারুণ জনপ্রিয় বলিউডে। আর সেই জনপ্রিয়তা তিনগুণ বাড়িয়ে দিল আল্লু অর্জুনের ‘পুষ্পা’। পুষ্পারাজকে খতম করতে, আল্লুর সঙ্গে টক্করে ছিলেন ফজিল। তারপর থেকেই যেন রাতারাতি প্যান ইন্ডিয়া স্টার হয়ে উঠলেন ফাহাদ। আর এখন তো সোশাল মিডিয়ার সেনসেশন।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে Vertu Ascent Retro Classic Button মোবাইল ফোন ব্যবহার করছেন ফাহাদ। এই বিদেশি ফোনের দাম ভারতীয় মূল্যে ১০.২ লাখ টাকা! তবে এত দাম হলেও, এই মোবাইল ফোন কিন্তু স্মার্টফোন নয়। বরং কিবোর্ড দিয়েই ব্যবহার করতে হয়। আসলে অভিনেতা ফাহাদ নিজেকে দূরে রাখেন সোশাল মিডিয়া থেকে। আর সেই কারণেই এমন ফোন ব্যবহার।