
রোশন সিং। পাঁচ বছর আগেই খবরের শিরোনামে উঠে আসে এই নাম । নেপথ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লোকচক্ষুর আড়ালে ২০১৯ সালে চুপিচুপি চন্ডীগঢ়ে বিয়ে সারেন শ্রাবন্তী এবং রোশন। কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দূর গড়ায়নি। ২০২০ সালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। যদিও সে সময় অনেকেই আঙুল তুলেছিলেন শ্রাবন্তীর দিকেই। কিন্তু সূত্র বলেছিল বিষয়টা খানিকটা নাকি উল্টো। শ্রাবন্তী নাকি বাধ্য হয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। যদিও সে সব এখন অতীত। প্রায় চার বছর হল তাঁরা আলাদা থাকছেন। তবে আটকে ছিল আইনি বিচ্ছেদ।
অবশেষে সেই সম্পর্কতে ইতি টানসেন দু’জনেই। ৯ এপ্রিল আইনি বিবাহ বিচ্ছেদ হয় জুটির। তবে মাঝে শোনা গিয়েছিল খোরপোশ নিয়ে নানা খবর, তবে কোনওটাই সত্যি নয়। TV9 বাংলার তরফ থেকে রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “৯ এপ্রিল বিবাহ বিচ্ছেদ হয়েছে। পুরোটাই পারস্পরিক বোঝাপড়ায় বিবাহ বিচ্ছেদ হয়েছে। কেউ কোনও টাকা দাবি করেননি।” অর্থাৎ খোরপোশ নিয়ে রটা নানা খবর মিথ্যে তা প্রমাণিত।
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। অন্যদিকে নিজের জিম নিয়ে ব্যস্ত রোশন। তবে ব্যক্তিসম্পর্কেক আলোচনাগুলো দুজনেই এখন এড়িয়ে চলেন। কাজ-কেরিয়ারেই নজর দিতে চান তাঁরা। যদিও এই বিচ্ছেদ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এখনও কিছু জানাননি জুটি।