‘লকডাউন’-এ একসঙ্গে সোহম-শ্রাবন্তী, থাকছেন মানালি-সহ অনেকেই

Apr 15, 2021 | 10:47 PM

আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা। ছবির নাম 'লকডাউন'। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। ছবিতে যদিও সোহমের বিপরীতে অভিনয় করেননি শ্রাবন্তী।

লকডাউন-এ একসঙ্গে সোহম-শ্রাবন্তী, থাকছেন মানালি-সহ অনেকেই
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী

Follow Us

রাজনীতির ময়দানে দুইজন প্রতিপক্ষ। অথচ ব্যক্তিগত জীবনে তাঁদের দু’জনের বন্ধুত্ব অটুট। একসঙ্গে ছবি করেছেন প্রায় কয়েক ডজন। দু’জনেই আবার ছোটবেলা থেকেই সেলুলয়েডের পর্দায়। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তীর।

আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা। ছবির নাম ‘লকডাউন’। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। ছবিতে যদিও সোহমের বিপরীতে অভিনয় করেননি শ্রাবন্তী। বরং তাঁকে দেখা যাবে অভিনেতা আদৃত রায়ের বিপরীতে। অন্যদিকে সোহমের বিপরীতে থাকছেন ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। এ ছাড়াও থাকছেন মানালি দে এবং ওম সাহানিও। পরিচালক জানালেন, ছবির প্লট লকডাউনকে কেন্দ্র করে। বা বলা ভাল লকডাউন যেদিন ঘোষণা হয় সেইদিনকে কেন্দ্র করেই।

এই প্রথম প্রযোজনাতেও হাত দিলেন অভিমন্যু। আর্টেজ প্রযোজনা সংস্থা এবং অভিমন্যুর প্যান্ডেমোনিয়াম প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় ছবিটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ছবির শুট হয়েছিল গত বছরের শেষের দিকেই। যদিও একের পর এক বাধায় শুট ব্যহত হয়েছিল। সোহম চক্রবর্তীর করোনা হয়, আক্রান্ত হন পরিচালকও। অবশেষে সব বাধা কাটিয়ে আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি।

Next Article