পুজোর আগেই বড় চমক দেবেন শ্রাবন্তী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Srabanti Chatterjee: এবারের পুজোটা বাকি পুজোর থেকে খানিক আলাদা। পুজোর ভিড় খানিক হালকা, হাতিবাগান-এসপ্ল্যানেড অঞ্চলেও তুলনায় বিক্রি কম। তিলোত্তমার শোকে এখনও দ্রব হৃদয়। তবু পুজো আসছে নিজস্ব নিয়মেই।

পুজোর আগেই বড় চমক দেবেন শ্রাবন্তী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
পুজোর আগেই বড় চমক দেবেন শ্রাবন্তী

Sep 28, 2024 | 7:46 PM

এবারের পুজোটা বাকি পুজোর থেকে খানিক আলাদা। পুজোর ভিড় খানিক হালকা, হাতিবাগান-এসপ্ল্যানেড অঞ্চলেও তুলনায় বিক্রি কম। তিলোত্তমার শোকে এখনও দ্রব হৃদয়। তবু পুজো আসছে নিজস্ব নিয়মেই। হাতে সময়ও অল্প। আর এই পুজোর আবহেই বড় চমক দিতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পুজোয় আসছে তাঁর নতুন মিউজিক ভিডিয়ো। ভিডিয়োর প্রযোজক সানি খান ও অনুপ সাহা।  গানটি গেয়েছেন অনন্যা চক্রবর্তী, পরিচালনায় উজ্জ্বল ভট্টাচার্য। লিরিক্সে রয়েছেন বারিষ। শোনা যাচ্ছে মহালয়ার দিনেই এই গানের শুভমুক্তি হতে পারে সামাজিক মাধ্যমে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে।

প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। তিলোত্তমার বিচার চেয়ে টলিউডের শিল্পীদের তরফে যে মিছিল বের হয়েছিল তাতে পা মিলিয়ে হেঁটেছিলেন তিনি। এমনকি ধর্ষণকারীদের জন্য কঠিন শাস্তির দাবি করে হয়েছিলেন সোচ্চার। তবে এবার কাজে ফেরার পালা। ইতিমধ্যেই মিউজিক ভিডিয়োর শুট শেষে। দর্শকদের তা কেমন লাগে এখন সেটাই দেখার।