প্রথম থেকেই চুপ শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কিন্তু রোশন যেন থামছেনই না। মুখে কিছু না বললেও, প্রত্যেক দিনই তাঁর ইঙ্গিতপূর্ণ ইনস্টাপোস্ট প্রমাণ করেই ছাড়ছে কিছুই ঠিক নেই।
সম্প্রতি ইনস্টায় শার্টলেস একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তীর স্বামী। গা ভর্তি ট্যাটু। তিনি ফোন ঘাঁটছেন। চোখ আটকে যায় ছবির ক্যাপশনে। রোশন লিখেছেন, “যখন দেখনদারিটাই ট্রেন্ড”। কারও নাম না নিলেও নেটিজেনদের একাংশের বক্তব্য পরোক্ষে আবারও শ্রাবন্তীকেই বিঁধেছেন তিনি।
ওদিকে শ্রাবন্তীও ইনস্টাগ্রামেও হাতে ফোন নিয়ে ছবি পোস্ট করেছেন। যদিও তাঁর ক্যাপশনে ইঙ্গিতপূর্ণ কোনও শব্দ নেই। নেই কোনও হিন্টস।গত একমাস ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল রোশন-শ্রাবন্তীর বিচ্ছেদের খবরে। রোশন জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই একসঙ্গে থাকছেন না তাঁরা। যদিও শ্রাবন্তী এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি।
দিন কয়েক আগে রোশন একটি মিম পোস্ট করেন। সমুদ্রের পাশে দাঁড়িয়ে এক যুবক প্রেমিকাকে আংটি উপহার দিয়ে বলছেন, “তুমি কি আবার জীবন ধ্বংস করতে রাজি?” মেয়েটি বলছে, “অবশ্যই”।
এর ঠিক পরেই শ্রাবন্তীও একটি পোস্ট করেছিলেন। শেয়ার করেছিলেন কোটেশন। তাতে লেখা, “একজন নারীকে সাময়িক ভাবে ভেঙে দিতে পার। কিন্তু একজন যথার্থ নারী টুকরো হয়েও নিজেকে যত্ন করে জোড়া লাগান। আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন।” নেহাতই কাকতালীয়? নেটিজেনদের বক্তব্য, “একেবারেই নয়”। ঠিক কী হয়েছে? উত্তর দেবে সময়।