
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা যে বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের প্রেমে পড়েছেন, সে খবর বলিউড গুঞ্জনে উড়ছে বহুদিন থেকেই। বিশেষ করে উত্তরবঙ্গে আশিকি ৩ ছবির শুটিংয়ে গিয়ে কার্তিক ও শ্রীলীলার প্রেমের জোয়ার দেখা গিয়েছে নেটদুনিয়ায়। আর এবার খবর হল, সুন্দরী শ্রীলীলার কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান! ভাবছেন এ আবার কেমন কাণ্ড! বিয়ের আগেই মা হলেন শ্রীলীলা?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শ্রীলীলা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি বাচ্চার ছবি শেয়ার করেছেন। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ঘরে আরও একজন নতুন অতিথি, আমার মনে তোমাকে স্বাগত জানাই।
আসল গপ্পোটা হল, শ্রীলীলা সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। তার সঙ্গেই অনুরাগীদের আলাপ করিয়েছেন অভিনেত্রী। তবে এরকমটা এর আগেও করেছেন শ্রীলীলী। এর আগে বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুকে দত্তক নিয়ে ছিলেন তিনি। বলা ভাল, কার্তিক আরিয়ানের নতুন প্রেমিকা শ্রীলীলা এবার হয়েছেন তিন সন্তানের মা। শ্রীলীলার এমন উদ্যোগে অনুরাগীরা তাঁকে কুর্ণিশ জানিয়েছেন।