নিজেকেই নিজে চ্যালেঞ্জ করলেন শ্রীলেখা!

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 02, 2020 | 6:58 PM

পছন্দের খাবার তো মেনুতে থাকবেই। না খেয়ে ডায়েট করায় বিশ্বাসী নন শ্রীলেখা।

নিজেকেই নিজে চ্যালেঞ্জ করলেন শ্রীলেখা!
শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক সৌজন্যে।

Follow Us

খেতে ভালবাসেন তিনি। ভালবাসেন খাওয়াতেও। কিন্তু শুধু তো খেলেই হবে না। নিজের শরীরের দিকেও নজর দিতে হবে। মেনটেন করতে হবে চেহারা। কারণ তিনি এমন এক পেশায় রয়েছেন, সেখানে পর্দায় নিজেকে সঠিক ভাবে তুলে ধরা গুরুত্বপূর্ণ। তিনি অর্থাৎ টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। প্রতিদিন ওয়ার্কআউট করা যাঁর রুটিন। নিজের শরীরচর্চার ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। এবার তেমনই এক ভিডিওতে নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

দিনের কিছুটা সময় জিমে কাটানো শ্রীলেখার অভ্যেস। জিম থেকেই নিজের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখলেন, ‘এই কমি, এই খুশি হয়ে খেয়ে পূরণ করে দিই। তবে এবার নিজেকেই নিজের চ্যালেঞ্জ হতেই হবে।’

আরও পড়ুন, ‘তুমি আমার দুর্বলতা’, নিককে একথা কেন বললেন প্রিয়ঙ্কা?

পছন্দের খাবার তো মেনুতে থাকবেই। না খেয়ে ডায়েট করায় বিশ্বাসী নন শ্রীলেখা। বরং খাওয়ার পর জিমে সময় দেওয়াটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাই এবার নিজের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ ঠিক করলেন তিনি।

সুস্থ থাকা শ্রীলেখার কাছে প্রায়োরিটি। তাই না খেয়ে ডায়েট করায় তিনি কোনওদিনই বিশ্বাস করেন না। বরং সঠিক ডায়েট সঙ্গে শরীরচর্চাই তাঁর সুস্থ থাকার চাবিকাঠি।

আরও পড়ুন, অভিষেক বচ্চনের কোন কোন সিক্রেট শেয়ার করল ইনায়ৎ?

সোশ্যাল ওয়ালে এ হেন পোস্টে অনেক সময় কুরুচিকর মন্তব্যও করেন অনেকে। কিন্তু তাতে থোড়াই কেয়ার! বরং নিজের শর্তে বাঁচতে ভালবাসেন তিনি। সোশ্যাল পোস্টেও তিনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেন মাই ‘রিলিজিয়ন অব লভ’।

Next Article