ডিপ্রেশনে ভুগছেন শ্রীলেখা মিত্র! কেন?

রণজিৎ দে |

Mar 27, 2021 | 6:50 PM

শ্রীলেখা মিত্র ডিপ্রেশনে ভুগলেও অনিশ্চয়তায় কিন্তু ভোগেন না।

ডিপ্রেশনে ভুগছেন শ্রীলেখা মিত্র! কেন?
শ্রীলেখা মিত্র

Follow Us

শ্রীলেখা সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী। দাপটের সঙ্গে অভিনয় করেন। নাম-ডাকও যথেষ্ট। তবে ইদানীং তিনি মানসিক অবসাদে ভুগছেন। একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর। তবে ইনি আমাদের চেনা শ্রীলেখা মিত্র নন। শ্রীলেখা দত্ত। পরিচালক মৃন্ময় সরকারের ছোট ছবি ‘লুপ’-এর অভিনেত্রী। শ্রীলেখা মিত্র এই অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছেন।

ছবির অভিনেত্রী শ্রীলেখা দত্ত মানসিক অবসাদে ভোগেন। তিনি একজন বিখ্যাত অভিনেত্রী হলেও তাঁর মনে সুখ নেই। সংসারে আনন্দ নেই। তাঁর স্বামী একজন ব্যস্ত ব্যবসায়ী। বাড়িতে প্রায় থাকেনই না। ব্যবসার জন্য বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতে হয়। ক্রমশই একাকীত্বে ভুগতে থাকেন শ্রীলেখা। মাদকাসক্ত হয়ে পড়েন। ক্রমশ যখন তলিয়ে যাচ্ছেন, ঠিক সময় তাঁর সঙ্গে দেখা হয় শঙ্খর। সব কিছু অদল-বদল হয়ে যায়। কী রকম সব কিছু বদলে গেল সেটাই এই ছবির ‘ক্লাইম্যাক্স’।

কিন্তু ছবির শ্রীলেখা দত্তের মত শ্রীলেখা মিত্রও কি বাস্তব জীবনে ‘ডিপ্রেসন’-এ ভোগেন? “ হুম, ডিপ্রেসন হয়ত আমার। আমি তো একজন মননশীল মানুষ, আমার মত একজন সেনসিটিভ মানুষ চারপাশের এত অবক্ষয় দেখে কী করে ঠিক থাকবে? অবসাদে তো আসবেই। আমি চালাক নই, কিন্তু আমি বুদ্ধিমতী। আর বুদ্ধিমতী বলেই চারপাশের মানুষের মুখ আর মুখোশের ফারাকটা বুঝি। যত সেই মুখোশগুলো খুলে যাচ্ছে,ততই আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু আমি এতে ভাল আছি। আমার খুব ছোট পৃথিবী,সেই পৃথিবী নিয়ে আমি খুশি।”, স্পষ্ট বলেন শ্রীলেখা মিত্র। তবে তিনি ডিপ্রেশনে ভুগলেও অনিশ্চয়তায় কিন্তু ভোগেন না। তিনি বলেন, “ছবির শ্রীলেখা দত্ত অনিশ্চয়তায় ভোগেন। শ্রীলেখার মত অনেকেই এই ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তায় ভোগেন। আর তাই তো তাঁরা আজকাল কোনও না কোনও দলের কাছে নিজেদের বিক্রি করে দিচ্ছেন। শ্রীলেখা মিত্র কিন্তু কোনও অনিশ্চয়তায় ভোগেন না। কারণ আমি আয়-ব্য়য়ের মধ্যে ভারসাম্য করতে পারি, বাকিরা পারেন না।”

আরও পড়ুন:‘তোমার প্রতি আমার কোনও প্রেম নেই’, কাকে এ কথা বললেন পাওলি?

ছবিতে শ্রীলেখা মিত্র ছাড়াও আছেন অনিন্দ্য সরকার, জ্যামি বন্দোপাধ্যায় এবং আরও অনেকে। সদ্যই ছবির শুটিং শেষ হয়েছে। এখন গোটা টিম ছবির মুক্তির অপেক্ষায়।

Next Article