
ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা বলেই তিনি পরিচিত। কখনও টলিপাড়ার ‘লবিবাজি’ আবার কখনও বা পশুদের অধিকার নিয়ে বারেবারে সরব হতে দেখা গিয়েছেন শ্রীলেখা মিত্রকে। সম্প্রতি ‘পারিয়া’ ছবিতে দেখা গিয়েছে শ্রীলেখাকে। তথাগত মুখোপাধ্যায়ের ওই ছবি বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে। এবার শ্রীলেখা দিলেন নতুন চমক। টিভিনাইন বাংলা আপনাকে এক্সক্লুসিভলি জানাচ্ছে, নতুন এক বাংলা ছবিতে লাস্যময়ী আইটেম ডান্সার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছেন শুটিং। কী ছবি? ছবির নায়ক-নায়িকাই বা কে?
ছবিটির নাম ‘নেগেটিভ’। ছবির পরিচালক বাপ্পা। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা দত্তকে। রাহুল একজন ফটোগ্রাফারের ভূমিকায় রয়েছেন এই ছবিতে। যার কাজে সন্তুষ্ট নন কেউই। তাঁর চরিত্রের নাম বিশ্বকর্মা। ওদিকে বিশ্বকর্মার স্ত্রী চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। ছবিতে রাহুল অভিনয় করতে চলেছেন দ্বৈত চরিত্রে। বাবা ও ছেলে এই দুই ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। এর আগে জানানো হয়েছিল ছবিতে এক বিশেষ চমক রয়েছে। শ্রীলেখা মিত্রকে দেখা যাবে এক বিশেষ ভূমিকায়। এবার জানা গেল আসল সত্যি। সমাজের তথাকথিত ট্যাবু ভেঙে আসছেন শ্রীলেখা। নাচটির কোরিওগ্রাফার ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত করণ আরিয়ান।