
যবে থেকে কাছাকাছি এসেছেন শ্রীময় চট্টরাজ ও কাঞ্চন মল্লিক, তবে থেকেই চর্চায় এই জুটি । প্রাথমিকভাবে শোনা গিয়েছিল তাঁরা নাকি ঘনিষ্ঠ বন্ধু। তবে নেটিজ়েনদের অনুমান সত্যি করে একটা সময় নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন এই জুটি। তাঁরা বর্তমানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি থেকে খবর ছড়িয়ে পড়া মাত্রই বারবার কটাক্ষের শিকার হতে দেখা গিয়েছে জুটিকে। কেউ বয়সের ফারাকের প্রসঙ্গ টেন এনেছেন, কেউ আবার তৃতীয় বিয়ে নিয়ে নিন্দে করেছেন। তবে তাঁদের সম্পর্ক যে কতটা মধুর সে প্রমাণ নিত্যদিন দিয়ে চলেছেন শ্রীময়ী কিংবা কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শ্রীময় চট্টরাজ।
যদিও কাঞ্চন মল্লিক ততটা সক্রিয় ছিলেন না, এখন শ্রীময়ীর পাল্লায় পড়ে মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। বেশ কিছুদিন ধরে শ্রীময়ী অসুস্থ, বাড়িতে সেবার পর্ব চলছে রাতভর। সোশ্যাল মিডিয়া সেই ভিডিয়ো শেয়ার করে নিজেই বলেছিলেন কেউ যেন নজর না দেয়। এত গেল পরিবারের নানান সদস্যদের কথা, আর কাঞ্চন মল্লিক? তিনি কীভাবে সেবা করছেন? রাত ১ টায় শ্রীময় বেডরুমে কী ঘটছে? সে ছবি এবার নিজেই সামনে আনলেন অভিনেত্রী। ঘুম আসছে না দেখে মধ্যরাতে কাঞ্চন উঠে বসে গল্প পড়ে শোনাচ্ছেন শ্রীময়ীকে। প্রাথমিকভাবে লুকিয়ে সেই মুহূর্তের ভিডিয়ো করে শ্রীময়ী শেয়ার করলেন দর্শকদের সঙ্গে।
গর্ব করে বললেন ‘বউয়ের ঘুম আসছে না বলে রাত একটায় গল্প পড়ে শোনাচ্ছে এত প্রেম?’ পাশে হেসে কাঞ্চন সম্মতি দিয়ে বললেন ‘ও একটু গল্প করছিলাম আর কি’। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করতেই তা সকলের নজর কাড়ে । কাঞ্চন শ্রীময়ী যে দিব্যি রয়েছেন, গুছিয়ে সংসার পেতেছেন, তা নিয়ে কারও মনে আর কোনও প্রশ্ন নেই।