অসুস্থ শ্রীময়ী চট্টরাজ, বললেন, ‘শরীর ভাল নেই, নজর…’

Sreemoyee Chattoraj: কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের পর থেকে কম কটাক্ষের মুখোমুখির সম্মুখীন হতে হয়নি তাঁকে। একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কাঞ্চন ও তাঁর বয়সের ফারাক প্রায় ২৭ বছরের।

অসুস্থ শ্রীময়ী চট্টরাজ, বললেন, শরীর ভাল নেই, নজর...
কাঞ্চন-শ্রীময়ী।

Apr 11, 2024 | 3:42 PM

ভাল নেই শ্রীময়ী চট্টরাজ, এমনটাই জানিয়েছেন নিজের মুখেই। সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিয়োর মধ্যে দিয়ে শ্রীময়ী বলেন, “শরীর ভাল নেই। তাই মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ছোটবেলার মতো।” এই মুহূর্তে মায়ের কাছেই রয়েছেন তিনি। শ্রীময়ী এও জানান, আজও ঘুম থেকে তুলে খাইয়ে দেন মা। মায়ের কাছেই তাঁর যত আবদার। এখানেই শেষ নয়। এমনিতেই তিনি যা করেন তা নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সেই প্রসঙ্গ টেনে এনেই শ্রীময়ীকে বলতে শোনা যায়, “নজর দেবেন না।”
কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কের পর থেকে কম কটাক্ষের মুখোমুখির সম্মুখীন হতে হয়নি তাঁকে। একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কাঞ্চন ও তাঁর বয়সের ফারাক প্রায় ২৭ বছরের। সে নিয়েও চলেছে নিন্দে। কাঞ্চনের তৃতীয় স্ত্রী হয়ে যদিও কোনও আফসোস নেই তাঁর। এই মুহূর্তে কাঞ্চনের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তিনি। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে খুব একটা দেখাও যাচ্ছে না তাঁকে। কিছু দিন আগে যদিও এক সমস্যার জেরবার হয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি।

শ্রীময়ী জানিয়েছিলেন, তাঁর নামে তৈরি হয়েছে এক ফেক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট থেকেই পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। তিনি লিখেছিলেন, “এটা আমার ফেক অ্যাকাউন্ট, যা আমার অজান্তেই চলছে, দয়া করে এই অ্যাকাউন্টটি রিপোর্ট করুন, আর এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না।”