AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘খুব বদমাশ, কুচুটে’, নয়া চরিত্র নিয়ে কোন রহস্য ভেদ করলেন শ্রীময়ী?

গত কয়েকবছর কাজের পরিমাণ ছিল খানিক কম, তবে সন্তান সংসারকেই প্রাথমিকভাবে সময় দিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর কন্যা কৃষভি খানিকটা বড় হয়েছে। তাই এবার পুরো দমে কাজে ফিরছেন শ্রীময়ী চট্টরাজ। আবারও ছোটপর্দায় দেখা যাবে তাঁকে।

'খুব বদমাশ, কুচুটে', নয়া চরিত্র নিয়ে কোন রহস্য ভেদ করলেন শ্রীময়ী?
| Edited By: | Updated on: Nov 28, 2025 | 4:30 PM
Share

শ্রীময়ী চট্টরাজ, টলিপাড়ার জনপ্রিয় নাম। পর্দায় তাঁর চরিত্রেরা যেমন চর্চিত, তেমনই সমান তালে ব্যক্তিজীবনেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। গত কয়েকবছর কাজের পরিমাণ ছিল খানিক কম, তবে সন্তান সংসারকেই প্রাথমিকভাবে সময় দিয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর কন্যা কৃষভি খানিকটা বড় হয়েছে। তাই এবার পুরো দমে কাজে ফিরছেন শ্রীময়ী চট্টরাজ। আবারও ছোটপর্দায় দেখা যাবে তাঁকে। স্টার জলসার নতুন ধারাবাহিকে এবার শ্রীময়ী।

TV9 বাংলার পক্ষ থেকে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘরের মেয়েই ছিলাম, ঘরেই ফিরলাম। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আমার চতুর্থ কাজ। এখান থেকে আমি বরাবর সাপোর্ট পেয়েছি। আমার বিয়ে, আমার সন্তান হওয়া, প্রতিটা ক্ষেত্রেই সহযোগিতা করেছেন এনারা। আমি যখন ৭ মাসের অন্তঃসত্ত্বা তখনও আমি এই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করছিলাম, আকাশ কুসুম বলে এক ধারাবাহিকে। আমি সত্যি কৃতজ্ঞ। আমি চেয়েছিলাম ফিরতে।”

তবে এই ধারাবাহিকে কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে? নাহ, সেই প্রসঙ্গ মোটেও এড়িয়ে গেলেন না শ্রীময়ী। বললেন, “আমরা প্রতিটা শিল্পী ভাল চরিত্রের কাঙাল। ভাল চরিত্রের অপেক্ষায় বসে থাকি। আমার চরিত্রের নাম সংযুক্তা। তবে আমার ক্ষেত্রে তো ভাল মানুষের চরিত্র হতে পারে না, অধিকাংশ সময়ই আমার চরিত্রটা হচ্ছে বরের ঘরে মাসি, কনের ঘরে পিসি। এক্ষেত্রেও তাই। ওই, যাকে বলে ড্রামা কুইন। খুব বদমাশ, কুচুটে।”

Whatsapp Image 2025 11 28 At 2.53.06 Pm

ধারাবাহিকের নাম ‘মিলন হবে কত দিনে’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে গৌরব ও শোলাঙ্কিকে। টিমের সঙ্গে কাজ করতে কেমন লাগছে? তাও শেয়ার করলেন তিনি। শ্রীময়ীর কথায়, “গৌরব-শোলাঙ্কি-অলিভিয়ার সঙ্গে কখনও কাজ করিনি। তবে এখন কাজ করতে গিয়ে দেখলাম, আড্ডা দিয়ে, হইহুল্লোর করে সময় কাটছে। এবার দর্শক জানাবে কেমন লাগছে। তবে একথা বলতে পারি, শীতে প্রেমের মরসুম নিয়ে আসছে এই গল্প।”

প্রসঙ্গত, ১ ডিসেম্বর থেকে স্টার জলসার পর্দায় আসতে চলেছে– ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিক। ঠিক রাত ৯টায় সম্প্রচারিত হবে। নতুপন চরিত্র নিয়ে যে বেজায় আশাবাদী শ্রীময়ী, তা এক কথায় স্পষ্ট করে দিলেন নায়িকা।