
হিন্দি ও দক্ষিণী ছবির একমাত্র মহিলা সুপারস্টার বলতে কেবলমাত্র শ্রীদেবীর নামই উঠে আসে। নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। তাঁর শেষ অভিনীত ছবি ‘মম’। তবে নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস ছিলেন অভিনেত্রী। বহুদিন ধরেই বলিউডে একটি খবর ছিল ‘লমহে’ ছবির নাচের দৃশ্যের শ্যুট করতে গিয়ে গোটা সুর পরিবর্তন করতে বাধ্য করেছিল শ্রীদেবী।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় শ্রীদেবীর একটি পুরানো সাক্ষাৎকারে দেখা যায়, নায়িকা বলছেন, ‘লমহে’ ছবিতে একটি তাণ্ডব নৃত্যের দৃশ্যায়নের কথা ছিল, সেই মতো তিনি যখন শ্যুটিং স্পটে যান , তখন তিনি দেখেন, যে গানের সুর রয়েছে সেই একই রকম সুর তালে তিনি আগেও তাণ্ডব নৃত্য করেছেন ‘চাঁদনি’ ছবির একটি নাচের দৃশ্যে। শ্রীদেবী সেই কথা জানিয়ে পরিচালক যশ চোপড়াকে জানান। ‘লমহে’ ছবির গানে যদি এই তাণ্ডব নৃত্যটা একটু অন্যভাবে করা যায় তাহলে ভাল হয়। এই কথায় সম্মতি দেন যশ চোপড়া। এরপর নতুনভাবে মিউজিক করে ‘লমহে’ ছবির সেই বিখ্যাত নৃত্যের দৃশ্যায়ন হয়। যা হিন্দি ছবির ইতিহাসে কাল্ট হয়ে রয়েছে।
শ্রীদেবী বরাবরই বিচক্ষণতার সঙ্গেই কাজ করতে পছন্দ করতেন। কখনই নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনও কাজ তিনি করেননি। বরাবর তিনি চেয়েছেন, নিজের সেরাটা পর্দায় দিতে। দর্শকও তাঁর বারেবারে তাঁর চরিত্রের প্রেমে পড়েছেন। এই ঘটনাই প্রমাণ করে, কোথায় গিয়ে আর পাঁচজনের থেকে শ্রীদেবী এতটা আলাদা।