
শ্রীদেবী ছিলেন রূপ কি রানি, আর গোপনে তাঁর মন চুরি করেছিলেন রাজা অনিল কাপুর। তাই তো দুজনে মিলে জুটি বেঁধে রূপের রানি ও চোরের রাজা গল্প শুনিয়ে ছিলেন পর্দায়। কিন্তু তার অনেক আগেই বৃষ্টিভেজা রাতে যখন নীল শিফন শাড়িতে শ্রীদেবী এসে দাঁড়ালেন, তখন শুধুই গানে আই লাভ ইউ নয়, মনে মনেই যেন শ্রীদেবীর মিস্টার ইন্ডিয়া হয়ে উঠেছিলেন অনিল। অনিল-শ্রীদেবীর সেই প্রেম, বলিউড গুঞ্জনের একেবারে দাবানল। দুজনকে নিয়ে কিছু রটলেই, শোরগোল পড়ে যেত। কিন্তু ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সেই সুপারহিট গান ‘কাটে নেহি কটতি হ্যায়’র শুটিংয়ে শুধুই চুপি চুপি মন দেওয়া নেওয়া হয়নি। বরং শ্রীদেবীর শরীরের জুড়ে ছড়িয়ে পড়েছিল আগুন জ্বর! আর সেই জ্বরের তাপ একমাত্র অনুভব করতে পেরেছিলেন অনিল কাপুরই!
১৯৮৭ সালে মুক্তি পায় পরিচালক শেখর কাপুরের ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তবে শুধু ছবি নয়, ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির উষ্ণতা ভরা গান ‘কাটে নেহি…’ সেই সময় ঝড় তুলেছিল সবার হৃদয়ে। নীল শিফন শাড়িতে শ্রীদেবীর মোহময়ী রূপ দেখে পুরুষ হৃদয়ে ঝড় উঠেছিল। কিন্ত এই গানের শুটিংয়ের নেপথ্যে রয়েছে শ্রীদবীর সঙ্গে ঘটে যাওয়া এক কষ্টের ঘটনাও।
জানা যায়, এই গানের শুটিংয়ের সময় ধুম জ্বর শ্রীদেবীর। কিন্তু প্রযোজক বনি কাপুরের কড়া নির্দেশ, যাই হয়ে যাক সিনেমার শুটিং বন্ধ রাখা যাবে না। সেই সময় অবশ্য বনির সঙ্গে বিয়ে হয়নি শ্রীদেবীর। বরং বলিউড গুঞ্জনে শ্রীদেবী ও অনিল কাপুরেরই প্রেমচর্চা। সেই প্রেমচর্চাকে সঙ্গে নিয়ে শুটিং শুরু ‘মিস্টার ইন্ডিয়া’র সেই গানের।
তখন স্টুডিও জুড়ে কৃত্রিম বৃষ্টি। ওষুধ খেয়ে ফ্লোরে পা রাখলেন শ্রীদেবী। পরনে নীল শিফন শাড়ি। মেকআপে ঢাকা মুখ। তবে সেই মেকআপ জ্বরের ক্লান্তি ঢাকতে পারেনি শ্রীদেবীর মুখ থেকে। ক্য়ামেরার সামনে নৃত্যপরিচালক সরোজ খান নাচের কায়দা শিখিয়ে দিচ্ছেন শ্রীদেবীকে। তিনিও জানতেন, শ্রীদেবীর ধুম জ্বর। সেই কথা মাথায় রেখেই শ্রীদেবীকে নাচের এমন কায়দা শিখিয়ে দিয়েছিলেন সরোজ, যেখানে একটু বেশিই শুয়ে শুয়ে শ্রীদেবীকে এক্সপ্রেশন দিতে হত। ক্য়ামেরা অন হল। শ্রীদেবীর নাচ শুরু। পরিচালকের কথা মেনেই বুক খোলা শার্টে শ্রীদেবীর কাছে এলেন অনিল। শ্রীদেবীকে জাপটে ধরতেই, তাঁর গায়ের আগুন জ্বর অনুভব করলেন অনিল। শোনা যায়, অনিলের কথাতেই নাকি এই গানের শুটিং হয়েছিল বহুবার ব্রেক নিয়ে। একটু পারফর্ম করেই শ্রীদেবী চলে যেতেন মেকআপ ভ্যানে। সেখানে একটু বিশ্রাম নিয়েই ফের ক্য়ামেরার সামনে চলে আসতেন বলিউডের শ্রী। শ্রীদেবী এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, সেদিন অনিল কাপুরের সাপোর্ট না পেলে, শুটিং সম্ভবই হত না।