AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবা মিথ্যা কেঁদেছে’, কন্যা ইরার বিয়েতে আমিরের ভাইরাল কান্না নিয়ে এ কী বললেন তাঁর মেয়ে!

Ira Khan-Aamir Khan: "মেয়ের বিয়েতে খুব কাঁদব!", এমন কথা কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন আমির খান। তখনও মেয়ের বিয়ে হয়নি আমিরের। বাবার মন সবচেয়ে বেশি দুর্বল হয় মেয়ের বিয়ের সময়। আমিরেরও হয়েছিল, তিনি খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলেন সেই সময়। মেয়ের বিয়েতে খুব কেঁদেওছিলেন। কিন্তু এই কান্না নিয়েই সোশ্য়াল মিডিয়ায় মুখ খুলেছেন তাঁর সদ্য বিবাহিত কন্যা ইরা।

'বাবা মিথ্যা কেঁদেছে', কন্যা ইরার বিয়েতে আমিরের ভাইরাল কান্না নিয়ে এ কী বললেন তাঁর মেয়ে!
মেয়ের বিয়েতে আমির।
| Updated on: Jan 23, 2024 | 3:07 PM
Share

বিয়ের পর সব সত্যি ফাঁস করলেন আমির খানের কন্যা ইরা খান। কিছুদিন আগেই বিয়ে হয়ে গিয়েছে আমির খানের কন্যা ইরা খানের। । প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করেছেন ইরা। মুম্বইয়ে বাগদান পর্ব মিটিয়ে, রাজস্থানের উদয়পুরে জাঁকজমকের সঙ্গে প্রত্যেকটি অনুষ্ঠান পালন করেছেন তাঁরা। মুম্বইয়ে ফিরে আসার পর ইন্ডাস্ট্রির সকলকে আমন্ত্রণ জানিয়ে রিসেপশন পার্টিও দিয়েছিলেন আমির খান। মেয়ের বিয়ে বলে কথা! সেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড়-তাবড় তারকারা। শেষ অনুষ্ঠানে খ্রিস্টান মতে বিয়ে করেছেন ইরা-নূপুর। তখনই আমির খানকে দেখা যায় চোখের জল ফেলতে। সেই জল মুছে দিতে এগিয়ে এসেছিলেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্ত। রিনা-আমিরেরই কন্যা ইরা।

View this post on Instagram

A post shared by Ira Khan (@khan.ira)

তাঁদের বিয়ে হয়ে যাওয়ার পরদিন রাতে নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন ইরা। এবং তাতে ক্যাপশনে জানিয়েছেন, আমির মিথ্যা কান্না কেঁদেছেন তাঁর বিয়েতে। পুরোটাই নাকি ছিল তাঁর অভিনয়। তবে ইরা একথাও স্পষ্ট বলেছেন যে, পরবর্তীতে তাঁর বাবা বেশ আবেগঘন হয়ে তাঁকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। “মেয়ের বিয়েতে খুব কাঁদব!”, এমন কথা কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন আমির খান। বাবাদের মন সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে এই সময়। আমিরের হয়েছিল, তিনি খুব ইমোশনাল কি না।