
২০০০ সালে মুক্তি পায় প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’। ছবিতে অভিনয় করেন কিরণ খের, চিরঞ্জিত চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় প্রমুখরা। বাড়ির পরিচারিকার চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন সুদীপ্তা এবং তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন চন্দন সেন। দুই তারকার ঘনিষ্ঠ মুহূর্তের দীর্ঘ চুম্বন দৃশ্য ছিল ছবিতে। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয় চন্দনকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন চন্দন।
সেই দৃশ্যটি ছিল ঝড়ের। শুকিয়ে যাওয়া জামাকাপড় তুলতে ছুট্টে আসে সুদীপ্তা অভিনেতী চরিত্র মালতি। সেই সময় ছিল তাঁর সঙ্গে চন্দন সেনের সেই দীর্ঘ চুম্বনের দৃশ্য। চন্দন জানিয়েছেন, ১২৫ ক্যামেরা বসানো ছিল। দেড় পাতার একটি সিন ছিল কেবল চুম্বনের। সংলাপ বলতে-বলতে চুম্বনের দৃশ্যটি নির্মিত হয়েছিল। সেই সঙ্গে ক্যামেরার দিকে মুখ রাখতে হয়েছিল দুই অভিনেতাকে। চলছিল প্রবল হাওয়া। তার উপর দৃশ্যটি শুট করার সময় হাজারেরও বেশি লোক উপস্থিত সেটে। সকলে মিলে দেখছিল শুটিংটি। এই প্রতিকূলতাকে অতিক্রম করে দুর্দান্ত শট দিয়েছিলেন চন্দন-সুদীপ্তা।
জাতীয় পুরস্কার পেয়েছিল ‘বাড়িওয়ালি’। পার্শ্বচরিত্রে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কারটি জিতে নিয়েছিলেন সুদীপ্তাই। সুদীপ্তাও বলেন, এই চরিত্রটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চন্দনকেও প্রশংসা করা হয়েছিল এই ছবির অন্যতম কাস্ট হওয়ার জন্য।